Skip to content

হার কিপটা নিয়ে কিছু কথা, ও ফেসবুক স্ট্যাটাস এস এম এস, লেটেস্ট আপডেট ২০২৩

  • by

কিপটা হায়রে কিপটা: হ্যাঁ বন্ধুরা আজকে এই আর্টিকিলের মুল টপিক হচ্ছে কিপটা নিয়ে কিছু কথা ও ফেসবুকে স্ট্যাটাস। আমি লক্ষ করেছি অনেকেই অনলাইনে অনুসন্ধান করেছে কিপটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস তাই আজকে আমি চেষ্টা করেছি এই আর্টিকেলে কিপটা নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস দেওয়ার। তাই আর্টিকেল টি স্কিপ না করে পড়ে একটু মনোযোগ দিয়ে পড়ুন আশা করি কিপটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লাগবে।

হার কিপটা নিয়ে কিছু কথা:

হার কিপটা নিয়ে কিছু না বললেই নয় কারণ এমন কিছু হারকিপটে এই সমাজে বসবাস করে যা নাটক সিনেমা কেও হার মানায়, এমন পুংটার পুংটা যা সম্মান কি জিনিস তা তারা বোঝেনা, শুধু অর্থের মোহে পড়ে এমন কিপটা গিরি করে যা সমাজে কোন মানুষ তাকে দেখতে পারে না। তার এই কিপ্টির কারণে সে শুধু সম্মানের দিকে না তাকিয়ে টাকার দিকে ছুটে। আর এই কিপটা নিয়ে আমার একটি বাস্তব ঘটনা মনে পড়ে গেল যা আপনাদের জন্য এই আর্টিকেলে শেয়ার করব মনোযোগ দিয়ে পড়বেন আশা করি ভালো লাগবে।

এমন এক কিপটা আছে সে এখন অনেক ধনী হয়েছে অনেক সয়- সম্পত্তি করেছে সে এমন পুংটার পুংটা ছিল যা হারকিপটা নাটক কেও হার মানাবে, শুধু তাই নয় সে এখন পর্যন্ত বদলায়নি অর্থাৎ পরিবর্তন হয়নি সে অনেক বড় একটা বাড়ি দিয়েছে তার একটি ছেলে রয়েছে সেই ছেলেটির বিয়ে দেয়ার জন্য কোন মেয়ে পক্ষ রাজি হচ্ছে না। কারণ তার এই গ্রাম্য ভাষায় যেটাকে বলে ঘুরঘুসু অর্থাৎ পরিষ্কার হীন ভালো জামা কাপড় পরিধান ভালো খাবার দাবার খাওয়া সেটা এখনো তারা পরিবেশ করে নিতে পারেনি। দেখুন এখান থেকেই প্রতিমান হয়েছে সম্পত্তি থাকলেই সম্মান বাড়ে না তাই যারা কিপটা গিরি করে তাদেরকে বলব নিজের সম্মান ও এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বেশি কিপটামি না করাটাই ভালো।

কিপটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস:

কিপটা নিয়ে অনেকেই google অনুসন্ধান করেছে কিপটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস কারণ বর্তমান সমাজে দেখা যায় এমন কিছু কিপটা লোক রয়েছে যা দেখে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিতে চায়। আর এই স্ট্যাটাস গুলো অনেকেই অনেক সময় সাজিয়ে গুজিয়ে অর্থাৎ পরিপূর্ণভাবে দিতে পারেনা মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি।

খেটে খুটে জীবনটা কে করলো শেষ এখন তোমার নাই সম্মানের বড় বেশ।

— সংগৃহীত

এত কিপটামি করো এত সম্পত্তি করো কিন্তু তোমার যে সম্মান বলতে কোন জিনিস নেই সেটা কি তুমি কখনো ভেবে দেখেছো

 — সংগৃহীত

কিপটামি অর্থে নয় বরং কিপটামি করতে হয় পড়ালেখায় কারণ পড়ালেখার কিপটামি হচ্ছে এরকম যে আমি ভবিষ্যতে কিছু করবো এই পড়াশোনার মাধ্যমে।

 — সোলায়মান সুখন

কিপ্টামি নয় বরং মেধা শক্তিতে গড়ে তোল নিজের সম্পত্তি ও সম্মান।

 — বিল গেটস

জীবনে কিপটামি গিরি করে কিছু সম্পত্তি আসবে কিন্তু সুখ আসবে না।

 — বিল গেটস

কিপটামি করা ঠিক না বরং নিজের সম্মানের দিকে চেয়ে কিপটামি করা ছেড়ে দিতে হয়।

 — সংগৃহীত

নিজের সম্মানের দিকে তাকি হলেও কিপটামি ছেড়ে দিতে হয় ও আমার চাচা মিয়া।

 — সংগৃহীত

কিপটামি তারই সাজে যে কিনা নিজের মেধা দিয়ে দেশজাতির উন্নতি করেছে।

 — বিল গেটস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *