বিসমিল্লাহির রহমানির রাহীম
আচ্ছালামু আলাইকুম আশাকরি আপনারা সবাই ভালো আছেন আজকে হানিফ পরিবহনের কাহিনী, কাউন্টার নাম্বারসহ এই পুরো আর্টিকেল জুরে আলোচনা করা হবে। তাই পুরো আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়বেন ।
হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদীনের জন্ম : তিনি জন্মগ্রহন করেন সাভারের আমিন বাজরের হিজলা গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে । পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৫ম।
আপনি জানেন কি দেশের জনপ্রিয় ও গ্রহনযোগ্য হানিফ পরিবহনের কাহিনী :
একজন মানুষ কি করে এতোগুলো গাড়ির মালিক হলেন হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদীন তার পিছনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি প্রথমে ব্যবসা করেছিলেন বিশেষ করে ধান, চাল, চামড়া, ইত্যাদি ব্যবসায় তিনি ছিলেন সফল ।এরপর সে একটি ট্রাক কিনে। ব্যবস্যার জন্য ট্রাক ভাড়াও নিত এরপর সে দুটি হিনো কোচ কিনে, নাম রাখেন ছোট ছেলে হানিফের নামে হানিফ এন্টার প্রাইজ আর এভাবেই সে ধীরে ধীরে বর্তমানে ১৩ শত গাড়ীর মালীক ।
হানিফ পরিবহনের জনপ্রিয়তা :
হানিফ পরিবহনের জনপ্রিয়তা পুরো বাংলাদেশ জুড়ে। হানিফ পরিবহনের সিট গুলো খুবই ভালো ও আরামদায়ক কোন প্রকার গন্ধ করে না ও দ্রুততম সময়ে যাওয়ার অন্যতম চমৎকার ফিনিশিং। সে জন্য মানুষ যাতায়াতের জন্য হানিফ পারবহনকে বেচে নেয়। হানিফ পরিবহনের এসি এবং নন এসি আছে ।
হানিফ পরিবহনের টিকিট কাউন্টার :
ঢাকা বিভাগে হানিফ পরিবহন কাউন্টার নাম্বার
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা । প্রতিনিয়ত অনেক মানুষ আছেন ঢাকা বিভাগের হানিফ পরিবহন কাউন্টার নাম্বার সার্চ করে। তাই প্রথমে আমি কথা বলব ঢাকা বিভাগের হানিফ পরিবহন কাউন্টার নাম্বার নিয়ে।
কাউন্টার নাম |
মোবাইল নাম্বার |
গাবতলি কাউন্টার | 01713-201722,02-9012902,02-8056366 |
আরামবাগ কাউন্টার | 01713-402671 |
কল্যাণপুর-2 কাউন্টার | 01713-049573, 02-9015782 |
কল্যাণপুর-3 কাউন্টার | 01713-049574 |
কল্যাণপুর-4 কাউন্টার | 01713-049561,02-9022953,02-8091402,02-9015673 |
শ্যামলী রিংরোড-1 কাউন্টার | 01713-402639 |
শ্যামলী রিংরোড-2কাউন্টার | 01713-049532 |
গাবতলি কাউন্টার | 01713-201722,02-9012902,02-8056366 |
টেকনিক্যাল কাউন্টার | 01713-049541,02-9008475 |
কলাবাগান কাউন্টার | 01713-402670,01730-376342,02-8119901 |
ফকিরাপোল কাউন্টার | 02-7191512 |
আরামবাগ কাউন্টার | 01713-402671,01730-376343,01713-402631,01713-402632,02-7194007 |
সাভার কাউন্টার | 01753-488476,02-7745823,02-7747788 |
নবীনগর কাউন্টার | 01753-488476,01681-29999 |
পান্থপথ কাউন্টার | 01713-402641 |
সায়দাবাদ কাউন্টার | 01713-402673 |
কলেজ গেইট কাউন্টার | 02-9144482 |
রাইনখোলা কাউন্টার | 01775-763339 |
আব্দুল্লাহপুর কাউন্টার | 01713-049513 |
নর্দা কাউন্টার | 01713-049579 |
কাচপুর কাউন্টার | 01687-480569 |
রংপুর বিভাগের কাউন্টার : রংপুর বিভাগের মানুষ যাতায়াতের জন্য হানিফ পরিবহনকে বেশি বেচে নেয় ।
কাউন্টার নাম | মোবাইল নাম্বার |
রংপুর কাউন্টার | 01713402650 |
পঞ্চগড় কাউন্টার | 01713201705 |
বোদা কাউন্টার | 01716264734 |
ভুলি কাউন্টার | 01713744454 |
রানির বন্দর কাউন্টার | 01748905905 |
ডিমলা উপজেলা কাউন্টার | 01737140707 |
বরিশাল বিভাগ কাউন্টার ও মোবাইল নম্বর :
কাউন্টার নাম | মোবাইল নাম্বার |
বরিশাল কাউন্টার | 01713450760 |
রহমতপুর কাউন্টার | 01725658269 |
ভোরঘাটা কাউন্টার | 01712283882 |
রাজা পুর কাউন্টার | 01712035750 |
কাওখালী উপজেলা কাউন্টার | 01715951813 |
কাঠালিয়া কাউন্টার | 01710623811 |
বরগুনা আমতলী কাউন্টার | 01918887769 |
রাজশাহী বিভাগের কাউন্টার ও মোবাইল নম্বর:
কাউন্টার নাম | মোবাইল নাম্বার | ||
রাজশাহী কাউন্টার | 01713201700 | ||
নাটোর কাউন্টার | 01713201703 | ||
ভ্রমন | চাপাইনবাবগজ্ঞ কাউন্টার | 01713201701 | |
বগুড়া কাউন্টার | 01713049554 | ||
কক্সবাজারের কাউন্টার ও মোবাইল নম্বর: ভ্রমন পিয়াসুদের জন্য
কাউন্টার নাম | মোবাইল নাম্বার |
কক্সবাজার বাস টামির্নাল কাউন্টার | 01713402651 |
কলাতলি কাউন্টার | 01713402653 |
টেকনাফকাউন্টার | 01825157324 |
ভাড়া সম্পর্কিত তথ্যঃ
আমরা আপনাকে যে বাসের তথ্য দিয়ে সহযোগিতা করছি, সে বাস গুলোর নির্ধারিত ভাড়া রয়েছে। যাত্রীর চাহিদা কমলেও এবং বাড়লেও ভাড়ার পরিমাণ একই থাকে। তাই ভাড়া নিয়ে কোন অভিযোগ নাই বাসটির।
পরিশেষে একটি কথা যে, হানিফ পরিবহনের কাউন্টার এক জায়গা থেকে অন্য জায়গায যেতে পারে এবং মোবাইল নম্বর ও চেনচ হতে পারে । তাই আপনারা ভুল বঝবেন না । এবং পরের পোষ্টি পড়ার আমন্ত্রন রইল । আর মনে রাখবেন infobd71.com সবসময় আপডেট খবর দেয় ।
|