হ্যালো ভিউয়ার্স আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আপনাদের সামনে কথা বলব আর তা হচ্ছে সার্থকতা নিয়ে উক্তি বা বাণী। আর এই সার্থকতা নিয়ে দেখেছি আপনারা অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। মূলত তাদের জন্য আজকে আমাদের এই আর্টিকেলটি আশা করি আপনারা যারা সার্থকতা নিয়ে সেরা কিছু উক্তি খুজতেছে তাদেরকে বলব আপনার জন্যই আর্টিকেলটি এখান থেকে সর্তকতা নিয়ে সেরা কিছু উক্তি পেয়ে যাবেন। তাই আর্টিকেল টি স্ক্রিপ করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার কাঙ্ক্ষিত স্বার্থকতা কথা নিয়ে উক্তি পেয়ে যাবেন
সার্থকতা নিয়ে কিছু কথা:
সার্থকতা নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকি স্বার্থের জন্য মানুষ অনেক কিছুই করে থাকে শুধু নিজ স্বার্থের জন্য আবার অনেকেই নিঃস্বার্থ ভাবে মানুষের উপকার করে যায়। কিন্তু বর্তমান সময়ে নিঃস্বার্থ উপকারী মানুষের সংখ্যা বেশি খুজি পাওয়া যায় না। তবে স্বার্থ ছাড়া কোন কাজ কেউ করতে পারে না যদি ওই কাজের উপরে কোন স্বার্থ থাকে তাহলে দেখবেন ওই কাজটি অতি তাড়াতাড়ি ভাবে সে করে ফেলবে তাই সার্থকতা থাকবেই।
সার্থকতা নিয়ে উক্তি:
সার্থকতা নিয়ে সেরা কিছু উক্তি তুলে ধরা হলো নিচে আশা করি আপনাদের ভালো লাগবে সার্থকতা নিয়ে উক্তিগুলো:
যে সব সময় নিজের স্বার্থ নিয়ে কাজ করে সে কখনো উন্নতি করতে পারে না।
— বিল গেটস
স্বার্থ যেমন মানুষকে কাজ করতে উৎসাহিত করে তেমনি ভাবে স্বার্থেই আবার মানুষকে ধ্বংস করে দেয়।
— রুশ লেখক
আমার কাছে অর্থের উপযোগিতা শুধু একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আমার কাছে অর্থের আর কোনো স্বার্থকতা নেই।
— বিল গেটস
যদি এমন কোনো কাজ এই জীবনে করে যেতে পারি যার মাধ্যমে দুটো মানুষের উপকার হয়, তাতেই জীবনকে স্বার্থক বলে মনে করবো। জীবনের স্বার্থকতা সেখানেই নিহিত থাকে।
— মাদার তেরেসা।
আপনার যশ, আপনার খ্যাতির স্বার্থকতা তখনই আরো বৃদ্ধি পাবে, যখন আপনি অনেক উঁচুতে ওঠা সত্ত্বেও বিনয়ে মাটির অনুগামী হবেন। কিন্তু যদি আপনাকে ঔদ্ধত্য আর অহংকার ঘিরে ধরে, তবে ধরে নিন আপনার খ্যাতির স্বার্থকতা শূন্যের দিকে ধাবিত হচ্ছে।
— সংগৃহীত
স্বার্থকতার প্রথম রহস্য হল আপনি যাদের সাথে কাজ করেন এবং যাদের উপর নির্ভর করেন তাদের বোঝা যাতে আপনি তাদের শক্তি, তাদের কাজ করার পদ্ধতি এবং তাদের মূল্যবোধ ব্যবহার করতে পারেন। কাজের সম্পর্ক গুলি যতটা মানুষের উপর ভিত্তি করে ততটা কাজের উপর নির্ভর করে।
— টম লাথাম
কোনো এক মঞ্চে দাঁড়িয়ে দুই লাইনের বক্তৃতা দিলেই তুমি নেতা হয়ে যাবে না। নেতা হওয়ার জন্য তোমাকে মাটিতে নামতে হবে, মাটির মানুষগুলোর সাথে মিশতে হবে। তাদের সাথে নিজের গায়েও কাঁদামাটি মাখতে হবে। তবেই তুমি তাদের অন্তরে স্হান করে নিতে পারবে। কেবল তখনই তারা তোমাকে নেতা বলে মানবে৷ আর নেতৃত্বে স্বার্থকতা সেখানেই।
— নেলসন ম্যান্ডেলা৷
তোমার কাছে যখন অনেক টাকা পয়সা হবে তখন তোমার আশেপাশে লোকের অভাব হবে না তোমার টাকার দিকে তাদের চোখ যাবে এটাই হচ্ছে স্বার্থ।
— বিল গেটস