Skip to content

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের সকল টিকিট কাউন্টার, রুটম্যাপ ও অন্যান্য তথ্য

  • by

আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই নিবন্ধন জুড়ে বাংলাদেশের পরিবহনে ব্যাপক ভূমিকা রাখা ও গুরুত্ব রাখা পরিবহন সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহন নিয়ে। তাই আপনারা যারা সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে বলবো আপনাদের এই পোষ্টে স্বাগতম। আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন। আর সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে, অর্থাৎ বিভিন্ন রুটে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহন। ও যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করেছে পরিবহনের স্টাফরা। শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের কর্মীরা এজন্যই গাড়ীটিই যাত্রীদের কাছে অধিক প্রিয়।

তাই আপনি যদি সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনে ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে আপনার গন্তব্য স্থানে ভ্রমণ করতে পারবেন।

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের টিকিট কাউন্টার:

আমরা অনেকেই সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনে ভ্রমণ করতে পছন্দ করি কিন্তু অনেক সময় আমরা সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও টিকিট কাউন্টার খুঁজে পাইনা। তাই আজকে আমরা এই পুরো নিবন্ধটি জুড়ে সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের সকল রুটের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার এখানে তুলে ধরা হলো পর্যায়ক্রমে —

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

স্বপ্নের শহর ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে নিজ নিজ সবাই সবার কাজে ব্যস্ত, আর এই ব্যস্ত শহরে অনেকেই সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের টিকিট কাউন্টার সহজে খুজে পায়না, মূলত তাদের জন্য আজকের এই পোষ্টটি ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টার নিচে তুলে ধরা হলো পর্যায়ক্রমে —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ ফকিরাপুল কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691350
০২ বাড্ডা কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691397
০৩ আরামবাগ কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691365
০৪ প্রধান অফিস কাউন্টার,  ঢাকা মোবাইল: 01972-691337
০৫ পান্থপথ কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691364
০৬ শনির আখড়া কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691344
০৭ নর্দা কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691398
০৮ চিটাগং রোড কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691343
০৯ উত্তরা কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691399
১০ কল্যাণপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01972-691353

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের চট্রগ্রাম অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ বান্দরবান সদর বুকিং কাউন্টার, বান্দরবান মোবাইল: 01972-691356
০২ দামপারা, গরিবউল্লাহ শাহ, মাজার গেইট, চট্টগ্রাম মোবাইল: 0177312792
০৩ খাগড়াছড়ি সদর বুকিং কাউন্টার, খাগড়াছাড়ি মোবাইল: 01972-691358
০৪ রাঙ্গামাটি সদর বুকিং কাউন্টার, রাঙ্গামাটি মোবাইল: 01972-691357

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের কক্সবাজার অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে দেওয়া হলো–

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ ঝাউতলা কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01972-691349
০২ টেকনাফ কাউন্টার, পুরাতন বাস স্ট্যান্ড, কক্সবাজার মোবাইল: 01972-691360
০৩ সুগন্ধা মোড় কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01972-691388
০৪ সেইন্টমার্টিন দ্বীপ কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01972-691359
০৫ ঝাউতলা কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01972-691349
০৬ মেরিনপ্লাজা কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01972-691348

সেন্ট মার্টিন হোন্দায় পরিবহন এর রুট সমূহ:

সেন্ট মার্টিন হোন্দায় পরিবহন বাংলাদেশের কতগুলো রুটি নিয়মিত চলাচল করে তা অনেকেই জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকে তাদেরকে বলব আপনারা এখান থেকে জেনে নিতে পারেন নিশ্চয়তা দেওয়া হল —

  • ঢাকা টু কক্সবাজার
  • কক্সবাজার টু ঢাকা
  • পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা
  • ঢাকা থেকে কক্সবাজার
  • ঢাকা থেকে চট্টগ্রাম ইত্যাদি রুটে নিয়মিত চলাচল করে পরিবহনটি

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের নিয়মাবলী:

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের কতগুলো নিয়মকানুন রয়েছে আর তা নিচে দেওয়া হলো —

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।

সেইন্ট মার্টিন হোন্দায় পরিবহনের এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *