Skip to content

সময় নিয়ে কিছু স্ট্যাটাস ও উক্তি 2023

  • by

আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সময়, আর এই সময় কে আমরা সঠিক মত ব্যবহার না করলে আমাদের জীবনে খারাপ সময় আসে। আর এই সময়ের মূল্য যখন কেউ বুঝে না তখন তারা জীবনের কোন উন্নতি হয়না তার জীবনে নেমে আসে অন্ধকার কোথায় আছে না সময় খারাপ গেলে সাদা কাপড় থেকেও নাকি রং উঠে।

সুতরাং আমাদের কে সময়ের যথাযথ মূল্য দিতে হবে তাহলে আমাদের জীবনের চলার পথে কারো কাছে মুখ পেক্ষী হতে হবে না। তাই আমাদের জীবনে চলার পথে সময়কে গুরুত্ব দিতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তাতে করে জীবনের খারাপ সময় এর চেয়ে ভালো সময় ভিত্তি মজবুত হবে। আর্ একটি কথা যারা সময়ের মূল্য বোঝেনা তারা জীবনে ভালো কিছু করতে পারে না। তাই আমাদের সকলের উচিত সময়ের মূল্য দেওয়া সময়ের কাজ সময়ে করে ফেলা কারণ সময় কারো জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলে যায় তাই বন্ধুরা আপনারা সবাই সময়ের মূল্য দিবেন তাহলে জীবনে একদিন মানুষের মত মানুষ হয়ে প্রতিষ্ঠিত হবেন।

সময় নিয়ে মনীষীদের উক্তি

সময় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীরা বিভিন্ন উক্তি দিয়েছেন সময় কে নিয়ে

কোন কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোন কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও (চার্লস বক্সটর্ন ব্রিটিশ লেখক)

আপনার শারীরিক অক্ষমতা নিয়ে কোনো অভিযোগ করবেন না বা তার কারণ খুঁজতে গিয়ে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। আপনার যা কিছুর ভিতরে শক্তি থাকে তা থেকে অন্যকে সাহায্য করুন বা করার চেষ্টা করুন ( স্টিফেন হকিং)

অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায় কিন্তু সময় কে ফিরিয়ে আনা যায় না  (আবুল ফজল)

সময় কে মূল্য দিতে শেখো জীবনটাকে পাল্টিয়ে ফেল (সংগৃহীত)

সময় চলে যায় স্রোতের ন্যায়, তাই সময়ের মূল্য বোঝো সময়ের মধ্যে  (সংগৃহীত)

সময় হল বিদ্যালয় যেখানে আমরা শিখি আর সময় হল আগুন যাতে আমরা জলি ( ডেল মোহর সুয়ার টস)

অসাধারণ সব কাজ করুন আর সামনে এগিয়ে যান, আমি মনে করি আপনি যদি এমন কোন কাজ করো যেটা প্রশংসা কুড়ায় তাহলে আপনার উচিত আরো ভালো কোন কাজ করা একটি প্রশংসার কাজ নিয়ে বেশি দিন পরে থাকবেন না। সব সময় এর পর কি করা যায় তা নিয়ে ভাবতে থাকুন (স্টিভ জবস)

যারা সময়ের মূল্য দিতে জানে তারাই সমাজে প্রতিষ্ঠিত হয় না (সংগৃহীত)

আমি নষ্ট করেছি সময় আর এখন সময় নষ্ট করেছে আমায় (উইলিয়াম শেক্সপিয়ার)

সময়ের সমুদ্রে আছি কিন্তু একমুহূর্ত সময় নেই (রবীন্দ্রনাথ ঠাকুর)

সময় নেতা তৈরি করে ঠিক সময়ে ঠিক নেতা এ কারণে বের হয়ে আসা (হুমায়ূন আহমেদ)

সমস্ত জিনিসের জন্য নির্দিষ্ট সময় আছে (সংগৃহীত)

যে সময়ের মূল্য বুঝলো না সে প্রতিষ্ঠিত হতে পাররে না ( সংগৃহীত)

আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে (চেষ্টার ফিল)

অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না (আবুল ফজল)

সময়ের কাজ সময় না করে, অসময়ে আমরা অসহায় বোধ করি (সংগৃহীত)

বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে( ডিকেন্স)

জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনের মূল্য দিতে (এপিজে আবুল কালাম)

সময় নিয়ে স্ট্যাটাস

সময় আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সময়ের কাজ সময়ে না করলে, পরে তা আর করা যায় না।এবং সময় কারো জন্য অপেক্ষা করে না সময় সময়ের মত চলে যায় তাই আমাদের সকলেরই উচিত সময়কে মূল্য দেওয়া —

সময় কে মূল্য দাও সঠিক সময়ে জীবন গড়ে নেও।

সময় চলে যায় স্রোতের ন্যায় সময় কে আঁকড়ে ধরো জীবনটাকে সুন্দর মত গড়ে তোল।

তুমি দেরী করতে পারো কিন্তু সময় তোমার জন্য দেরি করবে না।

যে মানুষটা এক মিনিট সময় নষ্ট করার কিছুই মনে করে না সে আসলে সময়ের মূল্য টাই বুঝতে পারেনা ।

সময় মানুষকে বদলে ফেলে, তাই সময়ের মূল্য যথাযথভাবে দেওয়া দরকার।

যারা সময়কে কাজে লাগায়, তারাই সমাজে প্রতিষ্ঠিত হয়।

যারা সময়ের মূল্য দিতে জানে না তারা জীবনে উন্নতি করতে পারে না ।

শেষ কথা: পরিশেষে একটি কথা যে, সময়ের মূল্য সময়ে দিতে হয় সময় কারো জন্য থেমে থাকে না তাই আমাদের সকলের উচিত সময়ের মূল্য দিয়ে জীবনকে সুন্দর ভাবে গড়ে তোলা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *