Skip to content

শরীর নিয়ে কিছু কথা ও উক্তি ২০২৩

  • by

হ্যালো বন্ধুরা আজকে একটি মহা মূল্যবান আর্টিকেল নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে আমাদের শরীর নিয়ে ।শরীর শরীর হচ্ছে আমাদের সকল সুখের মূল, শরীর ভালো না থাকলে মন বলেন বা যে কোনো কাজই বলেন কোন কাজই ভালো লাগেনা। তাই সকল সুখের মূলে শরীরের অবদান অনেক বেশি আর এই শরীর নিয়ে উক্তি বা বাণী দিয়েছেন বিভিন্ন মনীষী ও পন্ডিত্য ব্যক্তিরা। তাই যারা শরীর নিয়ে উক্তি খুজতেছেন তাদেরকে বলব আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাই পোস্টটি স্কিপ করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন এই আর্টিকেলে আমরা শরীর নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেছি পড়ার অনুরোধ রইলো।

শরীর নিয়ে কিছু কথা:

আমাদের সকল সুখের মূলে শরীর আমরা অনেকে মনে করি সকল সুখের মূলে হচ্ছে অর্থ সম্পদ অর্থাৎ টাকা। কিন্তু না সকল সুখের মূলে হচ্ছে শরীর আপনি যতই টাকার মালিক হন না কেন আপনার শরীর যদি অসুস্থ হয় বা বড় ধরনের কোন রোগ শরীরে জন্ম নেয়। তাহলে আপনার টাকা তখন কাজে আসবেনা তাই আমাদের সকলের উচিত শরীরের প্রতি যত্ন নেওয়া।

শরীর নিয়ে উক্তি:

আমরা এই আর্টিকেলে তুলে ধরেছি বিখ্যাত মনীষীদের শরীর নিয়ে কালজয়ী কিছু উক্তি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে নিচে দেওয়া হলো —

যৌবন করে না ক্ষমা প্রতি অঙ্গে অঙ্গীকার করে মনোরমা বিশ্বের শরীরে। অপরুপ উপহারে কখন সাজায় বোঝাও না যায়।

 — বুদ্ধদেব বসু

নিজের শরীরকে ঠিক করা বন্ধ করো কারণ এটা কখনোই ভাঙ্গা ছিল না।
 — এভি এনস্টার

নিজের শরীর কে ভালোবাসা মূল উদ্দেশ্য হচ্ছে শরীরে সকল সুখের মূল

 — সংগৃহীত

অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই।

 — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

উন্নত জীবনে পৌঁছুতে চাও তাহলে প্রথমে শরীরের যত্ন নাও শরীর যত্ন নিলে মন ও ভালো থাকে।

 — বিল গেটস

সকল সুখের মূলেই আছে শরীর সুস্থ রাখা।

 — সংগৃহীত

পড়া হলো মস্তিষ্কের জন্য জরুরি এবং শরীরচর্চা হলো শরীরের জন্য জরুরি।
 — জোসেফ এডিসন

শরীর মন ভালো থাকলে যে কোন জিনিসই অতি সহজে করে ফেলা যায়, যতই বড় কঠিন কাজ হোক না কেন।

 — বিল গেটস

তোমার শরীর কোনো অলংকার নয় ইহা একটি যন্ত্র তাই পরম যত্নে রাখতে হয়।

 — আরিয়ানে ম্যাচিন

ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা। মাঝ উঠোনে সাধের আসন পাতা একটু বসি জবাব আসে না।

 — হুমায়ূন আহমেদ

শরীরের দিকে আগে মন দাও শরীরকে সুস্থ রাখুন দেখবেন মন এমনিতেই ভালো থাকবে পড়ালেখায় মন বসবে।

 — আয়মান সাদিক

খাবার হলো তোমার শরীরের জ্বালানি আর জ্বালানি না থাকলে তা বন্ধ হয়ে যাবে শরীরের ক্ষমতা।

 — টম গিরিস

শরীর কে যত্ন নেওয়ার মূল কারণ হচ্ছে শরীর তোমার একটাই।

 —সংগৃহীত

শেষ কথা: পরিশেষে একটি কথাই বলব শরীরের প্রতি আমাদের সকলের যত্ন নেওয়া উচিত,কারণ শরীরেই হচ্ছে আমাদের সকল সুখের মূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *