Skip to content

লাল সবুজ পরিবহন এর টিকিট কাউন্টার, রুটম্যাপ ও নিয়মাবলী 2023

  • by

হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লাল সবুজ পরিবহন নিয়ে লাল সবুজ পরিবহন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ইত্যাদি রুটে নিয়মিত চলাচল করে। লাল সবুজ পরিবহন এসি নন এসি বাসের সুব্যবস্থা রয়েছে আর তাই আপনারা যারা লালসবুজ পরিবহনের টিকিট কাউন্টার অনলাইনে অনুসন্ধান করেছেন তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম। আপনারা এখান থেকে লালসবুজ পরিবহনের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সহ অন্যান্য তথ্য পেয়ে যাবেন। তাই আর্টিকেল টি স্কিপ করে না পরে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন আশা করি লাল সবুজ পরিবহন নিয়ে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন —

লাল সবুজ পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি লাল সবুজ পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই লাল সবুজ পরিবহন এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা লাল সবুজ পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন। তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে লাল সবুজ পরিবহনের  সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

লালসবুজ পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ :

বাংলাদেশের রাজধানী ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর, আর এই ব্যস্ত শহরে নিজ নিজ কর্মে নিজ নিজ ব্যস্ত আর এই ব্যস্ত শহরে লালসবুজ পরিবহনের টিকিট কাউন্টার অনেকেই খুঁজে পায় না। মূলত তাদের জন্য আজকে আমাদের এই আর্টিকেলটি —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ নীলক্ষেত কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545375
০২ সায়েদাবাদ কাউন্টার ঢাকা মোবাইল: 01844-545396
০৩ মিরপুর কাউন্টার ঢাকা মোবাইল: 01844-545369
০৪ আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545363
০৫ চিটাগং রোড কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545384
০৬ আদাবর কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545373
০৭ সাইনবোর্ড কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545383
০৮ ঝিগালতা কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545374
০৯ মহাখালী বাস ষ্টেশন কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545371
১০ আরামবাগ কন্ট্রোল কাউন্টার ঢাকা মোবাইল: 01844-545352
১১ ফার্মগেইট কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545372
১২ শনিরআখড়া কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545382
১৩ উত্তরা কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545364
১৪ মানিকনগর কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545376
১৫ হুজুর বাড়ী গেইট কাউন্টার, সায়েদাবাদ, ঢাকা মোবাইল: 01844-545378
১৬ গোলাপবাগ কাউন্টার, ঢাকা মোবাইল: 01844-545377

লালসবুজ পরিবহনের চট্রগ্রাম অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ :

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ অলংকার মোড় কাউন্টার, চট্টগ্রাম মোবাইল: 01844-545356
০২ সীতাকুণ্ড কাউন্টার, চট্টগ্রাম মোবাইল: 01844-545358
০৩ দামপাড়া কাউন্টার, গরিবউল্লাহ শাহ মাজার গেইট, চট্টগ্রাম মোবাইল: 01844-545313
০৪ একে খাঁন মোড় কাউন্টার, চট্টগ্রাম মোবাইল: 01844-545314
০৫ ভাটিয়ারী কাউন্টার, চট্টগ্রাম মোবাইল: 01844-545357

লালসবুজ পরিবহনের কক্সবাজার অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ :

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ লিংক রোড কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545308
০২ ডলফিন মোড় কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545305
০৩ ঈদগাঁ কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545339
০৪ সুগন্ধা গেস্ট হাউজ মোড় কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545315
০৫ রামু বাইপাস কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545338
০৫ পৌর বাস টার্মিনাল কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545307
০৬ নিটল রিসোর্ট সংলগ্ন কাউন্টার, কক্সবাজার মোবাইল: 01844-545316

লালসবুজ পরিবহনের গাজিপুর অঞ্চলের সকল টিকিট কাউন্টার সমূহ :

নিচে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ চেরাগ আলী বাজার বাস ষ্টেশন কাউন্টার গাজিপুর মোবাইল: 01844-545361
০২ টঙ্গী বাজার বাস ষ্টেশন কাউন্টার, গাজিপুর মোবাইল: 01844-545362

লালসবুজ পরিবহনের রুট  সমূহ :

নিচে দেওয়া হল —

  • ঢাকা থেকে কক্সবাজার
  • কক্সবাজার থেকে ঢাকা
  • ঢাকা থেকে নোয়াখালী
  • চট্টগ্রাম থেকে ঢাকা
  • ঢাকা থেকে চট্টগ্রাম

লালসবুজ পরিবহনের নিয়মাবলী :

প্রতিটি পরিবহনের কিছু নিয়মাবলী আছে আর তা জেনে রাখা খুবই দরকার তাই লাল সবুজের পরিবহনের কর্তৃপক্ষ কিছু নিয়মাবলী আরোপ করেছে নিচে দেওয়া হলো —

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
শেষ কথা : পরিশেষে একটি কথা আছে ভ্রমণের সময় সবসময় মনে রাখবেন যদি বমি ভাব হয়,তাহলে আপনারা জানালা দিয়ে মাথা বের করে দিবেন না প্রয়োজনে পলি ব্যবহার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *