Skip to content

লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা ২০২২

  • by

হ্যালো ভিউয়ার্স আজকে আমরা এই আর্টিকেলে লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচি ও ভাড়ার  তালিকা সম্পর্কে আলোচনা করব। লালমনিরহাট টু সান্তাহার রুটে নিয়মিত বেশ কয়েকটি আন্ত:নগর ও মেইল এক্সপ্রেস ট্রেন নিয়মিত চলাচল করে। লালমনিরহাট টু সান্তাহার ভ্রমণের জন্য মানুষ ট্রেন কে বেশি বেচে নেয়। কারণ ট্রেনে ভ্রমণ করতে সবারই ভালো লাগে ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, যানজট বিহীন যাতায়াত করা যায়, ও অনেক কম্পিটেবল মনে হয়।

তাই আপনারা যারা লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী অনলাইনে অনুসন্ধান করতেছেন, তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আপনারা এখান থেকে ঢাকা টু চিলাহাটি ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পূর্ণ আপডেট তথ্য পেয়ে যাবেন। তাই আর্টিকেলটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন, আশা করি আপনার কাঙ্খিত তথ্যটি পেয়ে যাবেন। তবে হ্যাঁ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন সরাসরি মূল বিষয়ে।

লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের নাম:

ঢাকা টু চিলাহাটি রুটে ২ টি আন্ত:নগর ট্রেন ও ২টি মেইল এক্সপ্রেস ট্রেন  চলাচল করে, নিয়মিত আর এই ট্রেনটির  নাম সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।আপনাদের সুবিধার্থে ট্রেনের নামটি  নিচে তুলে ধরা হলো —

আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের নাম:

  • করতোযা এক্সপ্রেস (৭১৪)
  • লালমনি এক্সপ্রেস (৭৫২)

মেইল এক্সপ্রেস ট্রেনের নাম:

  • বগুড়া এক্সপ্রেস (২০)
  • পঞ্চগড় এক্সপ্রেস (২২)

লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচী:

আপনি যে কোন পরিবহনের ভ্রমণ করেন না কেন আপনাকে  অবশ্যই সেই পরিবহনের সময়সূচি জানতে হবে। আর ট্রেনের সময়সূচী তো জানতেই হবে কারণ ট্রেন অন্য পরিবহন এর মত নয় ট্রেন সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দেয়। তাই ট্রেনের সময়সূচি আগে থেকে জেনে রাখতে হয় ও সময়মতো স্টেশনে পৌঁছতে হয় তাই আজকে আমরা চেষ্টা করেছি লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের সময়সূচি তুলে ধরার —

লালমনিরহাট টু সান্তাহার আন্ত:নগর ট্রেনের সময়সূচী
সিরিয়াল নং ট্রেনের নাম প্রস্থান আগমন ছুটির দিন
০১ করতোযা এক্সপ্রেস (৭১৪) ১৮.০০ ২২.০০ নাই
০২ লালমনি এক্সপ্রেস (৭৫২) ১০.২২ ১৩.৫৫ শুক্রবার

লালমনিরহাট টু সান্তাহার মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

লালমনিরহাট টু সান্তাহার আন্ত:নগর ট্রেনের সময়সূচী
সিরিয়াল নং ট্রেনের নাম প্রস্থান আগমন ছুটির দিন
০১ বগুড়া এক্সপ্রেস (২০) ০৬.২৫ ১২.৪০ নাই
০২ পঞ্চগড় এক্সপ্রেস (২২) ১৪.১০ ২০.১০ নাই

লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের ট্রেনের ভাড়ার তালিকা:

আমরা দেখি অনেকেই লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের ট্রেনের ট্রেনের সময়সূচী জানে না তখন তারা অনলাইনে সার্চ করে থাকে।তাদেরকে বলবো আপনার ঠিক জায়গায় রয়েছেন। আমরা এখানে চেষ্টা করেছি লালমনিরহাট টু সান্তাহার ট্রেনের ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরতে।

সিরিয়াল নং আসন বিন্যাস ভাড়ার তালিকা
০১ শোভন ১৬০ টাকা
০২ শোভন চেয়ার ১৯০ টাকা
০৩ প্রথম আসন ২৬০ টাকা
০৪ প্রথম বার্থ ৯৮৫ টাকা
০৫ স্নিগ্ধা ৩৭৫ টাকা
০৬ এসি ৩১৫ টাকা
০৭ এসি বার্থ ৫৬৫ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *