ভ্রমন

রিলাক্স পরিবহনের টিকিট কাউন্টার, সময়সূচী, রুটম্যাপ 2024

রিলাক্স পরিবহন হ্যালো বন্ধুরা যারা রিলাক্স পরিবহনের টিকিট কাউন্টার ভাড়ার তালিকা ও সময়সূচি অনলাইনে অনুসন্ধান করতেছেন। তাদেরকে বলব আপনার ঠিক জায়গায় অবস্থান করতেছেন, রিলাক্স পরিবহন বাংলাদেশের একটি সুপরিচিত পরিবহন। রিলাক্স পরিবহন কুমিল্লা চাঁদপুর রুটে নিয়মিত সার্ভিস দিয়ে থাকে । পরিবহন টি যথাসময়েই গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, পরিবহনের কর্তৃপক্ষ যাত্রীদের সকল ধরনের সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি সুদক্ষ কর্মচারী নিয়োগ দিয়েছে যাতে করে যাত্রীরা কোন অসুবিধায় না পরে।

রিলাক্স পরিবহনের টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি রিলাক্স পরিবহন এর মাধ্যমে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রিলাক্স পরিবহনের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার জানতে হবে তাহলে আপনি অতি সহজেই আপনার টিকিট সংগ্রহ করে গন্তব্য স্থানে যেতে পারবেন। তাই আমরা চেষ্টা করেছি এই আর্টিকেলে রিলাক্স পরিবহনের সবগুলো টিকিট কাউন্টার তুলে ধরার, নিচে পর্যায়ক্রমে টিকিট কাউন্টার গুলো তুলে ধরা হলো হলো —

রিলাক্স পরিবহনের চাঁদপুর জেলার টিকিট কাউন্টার সমূহ:

রিলাক্স পরিবহন চাঁদপুর থেকে কুমিল্লা রুটে একটি জনপ্রিয় পরিবহন তাই অনেকেই রিলাক্স পরিবহনের চাঁদপুর জেলার টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করে থাকে  তাই আমরা চেষ্টা করেছি রিলাক্স পরিবহনের চাঁদপুর জেলার সমস্ত টিকিট কাউন্টার তুলে ধরার নিচে টেবিল আকারে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার মোবাইল/ফোন:
০১ চাঁদপুর বাস স্ট্যান্ড কাউন্টার, চাঁদপুর মোবাইল: 01322-241209
০২ হাজীগঞ্জ বাস ষ্টেশন কাউন্টার, চাঁদপুর মোবাইল: 01322-241200
০৩ কালিয়াপাড়া বাস ষ্টেশন কাউন্টার, চাঁদপুর মোবাইল: 01322-241205
০৪ দোয়াভাংগা বাস ষ্টেশন কাউন্টার, চাঁদপুর মোবাইল: 01322-241206

রিলাক্স পরিবহনের কুমিল্লা জেলার টিকিট কাউন্টার সমূহ:

রিলাক্স পরিবহনের কুমিল্লা জেলার সমস্ত টিকিট কাউন্টার তুলে ধরার চেষ্টা করেছি ও সমস্ত আপডেট তথ্য তুলে ধরার নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার মোবাইল/ফোন:
০১ পদুয়ার বাজার বাস ষ্টেশন কাউন্টার, কুমিল্লা মোবাইল: 01322-241203
০২ নোয়াগাও বাজার বাস ষ্টেশন কাউন্টার, কুমিল্লা মোবাইল: 01322-241201
০৩ মুদাফফরগঞ্জ বাজার বাস ষ্টেশন কাউন্টার মোবাইল: 01322-211204

রিলাক্স পরিবহনের রোড সমূহ:

রিলাক্স পরিবহন প্রতিদিন চাঁদপুর কুমিল্লা গাড়িটি চলাচল করে। । নিচে দেওয়া হল তার রুটের বিবরন —

  • চাঁদপুর থেকে কুমিল্লা
  • কুমিল্লা থেকে চাঁদপুর

রিলাক্স পরিবহনের সকল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে :

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে

রিলাক্স পরিবহনের বৈশিষ্ট্য সমূহ:

রিলাক্স পরিবহনের প্রধান  বৈশিষ্ট্যটি হলো নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, শুধু তাই নয় পরিবহন টি রোডে চলার সময় সুগন্ধি স্প্রে করা হয় যাতে করে গাড়িটিতে কোন গ্যাস না করে প্রয়োজনে গাড়িটিতে কম্বল সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button