Skip to content

রয়েল এক্সপ্রেস পরিবহন এর টিকিট কাউন্টার, রুটম্যাপ, অনলাইনে টিকিট কাটার নিয়ম 2024

রয়েল এক্সপ্রেস পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম:

পরিবহন খাতে ব্যাপক ভূমিকা রাখা একটি অন্যতম পরিবহন, তার নাম হচ্ছে রয়েল এক্সপ্রেস পরিবহন। এই পরিবহন টি নিয়মিত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিয়ত ঢাকার উদ্দেশ্যে বাসটি চলাচল করে। বাসটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাসটি যথা সময়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে ও যাত্রীদের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। এবং শীতকালে কম্বল সরবরাহ করা হয়। ও প্রয়োজনে অনেক কিছু সুযোগ-সূবিধা দেওয়া হয়।

দ্রুত পড়ুন hide

রয়েল এক্সপ্রেস পরিবহন:

রয়েল এক্সপ্রেস প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে গাড়িটি ছাড়ে ,বাসটি ছাড়ার সময় হচ্ছে সন্ধ্যা ছয় ঘটিকা আপনারা যারা এই পরিবহন নিয়ে আপনারা যারা অনলাইনে অর্থাৎ গুগলে অনুসন্ধান করতেছেন। তাদের কে আমদের এই আর্টিকেল স্বাগতম। এখানে  জানতে পারবেন। রয়েল এক্সপ্রেস পরিবহনের সমস্ত খুঁটিনাটি তাই আর্টিকেলটি স্ক্রিপ করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন এবং আপনার কাঙ্খিত তথ্য সংগ্রহ করুন।

রয়েল এক্সপ্রেস পরিবহন এর কাউন্টার সমূহ:

রয়েল এক্সপ্রেস পরিবহন এর কাউন্টার সমূহ নিচে পর্যায়ক্রমে দেওয়া হল পরিবহন টির সমস্ত টিকিট কাউন্টার অনেকেই রয়েল এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার ও নাম্বার খুজে পায় না, সেজন্য আজকে আমরা চেষ্টা করেছি রইস পরিবহনের সমস্ত টিকিট কাউন্টার তুলে ধরতে যাতে করে আপনারা অতি সহজেই আপনার কাঙ্খিত পরিবহনের টিকিট সংগ্রহ করতে পারেন ।নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হল —

ঢাকা জেলার রয়েল এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার:

 ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে অনেকেই রয়েল এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার খুজে পায় না মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি যাতে করে আপনারা অতি সহজে অভি ক্লাসিক পরিবহনের টিকিট কাউন্টার খুজে পান।

কাউন্টার যোগাযোগের জন্য
গাবতলী বাস টার্মিনাল 01975-113320
মাজার রোড 01970465507
মাগুড়া যশোর বুকিং 01993957341
গাবতলী 029020088
চৌগাছা 01756992020
মাগুড়া 01756992767

রয়েল এক্সপ্রেস পরিবহনের ঝিনাইদহ জেলার টিকিট কাউন্টার সমূহ:

রয়েল এক্সপ্রেস পরিবহনের বাংলাদেশের বিভিন্ন জেলায় টিকিট কাউন্টার রয়েছে, রয়েল এক্সপ্রেস পরিবহনের ঝিনাইদহ জেলার টিকিট কাউন্টার দেওয়া হলো—

কাউন্টার যোগাযোগের জন্য

 

খালিশপুর 01730465503
মহেশপুর 01756990101
ঝিনাইদহ 01775113325
কালীগঞ্জ 01730465505
কোটচাঁদপুর 01730465505

রয়েল এক্সপ্রেস পরিবহনের চুয়াডাঙ্গা জেলার টিকিট কাউন্টার সমূহ:

নিচে তা দেওয়া হলো—

কাউন্টার যোগাযোগের জন্য
দর্শন 01730465501
আলমডাঙ্গা 01762256792
জীবন নগর 01730465502
ভালায়ুর জংশন 0177511338
কার্পাসডাঙ্গা 01756992214
হাট বোয়ালিয়া 01775113300
দামুড়হুদা 01756992214
আশমানখালী 0177511339
চুয়াডাঙ্গা বাস টার্মিনাল 0176181011

রয়েল এক্সপ্রেস পরিবহনের অন্যান্য জেলার টিকিট কাউন্টার সমূহ:

নিচে তা দেওয়া হলো—

কাউন্টার যোগাযোগের জন্য
বার আউলিয়া 01671684534
ফেনী মহিপাল 01674555388
নেভীর গেট 01684957512
বিটি আরসি 01869299601
ভাটিয়ারি 01919654828
অলন্কার- ১ 01675629767
অলন্কার- ২ 01770184106
বাইজিদ বোস্তামি 01711735349
ফ্রিপোর্ট 016712346783
খান খান 01833004430

রয়েল এক্সপ্রেস পরিবহনের অন্যান্য জেলার টিকিট কাউন্টার সমূহ:

নিচে তা দেওয়া হলো—

কাউন্টার যোগাযোগের জন্য
নিমতলা 0177511333
মুজিব নগর 01775113322

রয়েল এক্সপ্রেস পরিবহনের রোড সমূহ:নিচে তা

পর্যায়ক্রমে দেওয়া হলো—

  • ঢাকা থেকে চুয়াডাঙ্গা
  • বরিশাল থেকে ঢাকা
  • ঢাকা থেকে ওয়লীপুর
  • চুয়াডাঙ্গা থেকে ঢাকা
  • চুয়াডাঙ্গা থেকে ওয়ালীপুর
  • ঢাকা থেকে যশোর ইত্যাদি রুটে পরিবহন টি নিয়মিত চলাচল করে।

রয়েল এক্সপ্রেস পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম:

সোহাগ পরিবহন বাংলাদেশের পরিবহনের মধ্যে অন্যতম একটি পরিবহন আর এই পরিবহন টি এত বেশি জনপ্রিয় যে মানুষ অনলাইনে টিকিট কাটার জন্য সার্চ করে থাকে তাদের জন্য আজকে আর্টিকেল তুলে ধরা হয়েছে কিভাবে সোহাগ পরিবহনের টিকিট অনলাইনে সংগ্রহ করবেন

গ্রাহকদের সুবিধার জন্য সোহাগ পরিবহন অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা রেখেছে। রয়েলএক্সপ্রেসপরিবহনেরঅফিশিয়ালওয়েবসাইট https://Royal express.com/ বা Shohoz.com থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন অতি সহজে

রয়েল এক্সপ্রেসপরিবহনের নিয়মাবলী:

  • গাড়ি ছাড়ার 15 মিনিট আগে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে
  • জানাতে হবে. সেক্ষেত্রে ১৫% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে

রয়েল এক্সপ্রেস পরিবহনের গুণগতমান:

রয়েল এক্সপ্রেস পরিবহন অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে। তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

রয়েল এক্সপ্রেস পরিবহনের বৈশিষ্ট্য সমূহ:

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *