Skip to content

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা ও অন্যসব তথ্য 2023

  • by
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা ও অন্যসব তথ্য

প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমাদের সাইটকে প্রতিনিয়ত ভিজিট করেন তারা প্রতিনিয়ত আমাদের সাইট থেকে আপডেট নিউজ পেয়ে থাকেন।তাই আপনারা যারা ময়মনসিংহ টু ঢাকা যাওয়ার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানার জন্য অনলাইনে অনুসন্ধান করতেছেন। তাদেরকে বলবো নো টেনশন, আমরা বরাবর প্রতিদিন এর মত ট্রেন নিয়ে গুরুত্বপূর্ণ জায়গার ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা একেবারে লেটেস্ট আপডেট তথ্য তুলে ধরার চেষ্টা করি আর প্রতিদিনের মতো আজকেও  আমরা আলোচনা ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা তুরে ধরার।

তবে আপনারা যারা ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী অনলাইনে অনুসন্ধান করতেছেন, তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। আপনারা এখান থেকে ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পূর্ণ আপডেট তথ্য পেয়ে যাবেন। তাই আর্টিকেলটি স্কিপ করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন, আশা করি আপনার কাঙ্খিত তথ্যটি পেয়ে যাবেন। তবে হ্যাঁ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন সরাসরি মূল পর্বে।

ট্রেনে ভ্রমণ করার অন্য পরিবহনের তুলনায় সুবিধা সমূহ

অন্যান্য পরিবহনের তুলনায় ট্রেন হচ্ছে এমন একটি পরিবহন যা আমরা সকলেই জানি যে একটি ষ্টান থেকে ছেড়ে আরেকটি ষ্টান না যাওয়া পর্যন্ত কোন ব্রেক করে না। হ্যাঁ ব্রেক করে অনেক সময় কাজে ক্ষেত্রে তা বাদে ট্রেন নিজের মত চলতেই থাকে সেজন্য ট্রেনের ভ্রমণটা একটা অন্যরকম ফিলিংস মনে হয়। শুধু তাই নয় ট্রেনে ভ্রমণ অন্য পরিবহনের তুলনায় একটু লেট হলেও তাতে অনেক সুবিধা পাওয়া যায়।

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনে ভ্রমণ বেশি মানুষ কেন করে

ট্রেনে ভ্রমণ করতে সবারই ভালো লাগে কারণ ট্রেনে ভ্রমণ করার মজাটাই আলাদা অন্য পরিবহনের তুলনায়। যারা ট্রেনে একবার হলেও ভ্রমণ করেছে তারাই বলতে পারবে আসলে ট্রেনে ভ্রমণ করা অন্য পরিবহনের তুলনায় কেমন, আসলে ট্রেনে ভ্রমণ একটা মজার বিষয় আর একটা মজার বিষয় হচ্ছে ট্রেন এক ষ্টান্ড থেকে আরেক ষ্টান্ড না যাওয়া পর্যন্ত কোন ব্রেক করে এবং অন্য পরিবহনের তুলনায় ট্রেনে তুলনামূলক ভাবে ভাড়াও অনেক কম। আর যথা সময়ে গন্তব্য স্থানে পৌঁছানো যায় ট্রেনে ভ্রমন করার কারনে।

ময়মনসিংহ টু ঢাকা আন্ত:নগর ট্রেনের নাম

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের রুটে ট্রেন চলাচল করে নিয়মিত ৬টি ট্রেন আর এই ট্রেন গুলোর নাম সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।আপনাদের সুবিধার্থে ট্রেনের নাম নিচে তুলে ধরা হলো —

  • তিস্তা এক্সপ্রেস (৭০৮)
  • অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৬)
  • ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৪)
  • যমুনা এক্সপ্রেস (৭৪৬)
  • হাওর এক্সপ্রেস (৭৭৮)
  • মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০)

ময়মনসিংহ টু ঢাকা আন্ত:নগর  ট্রেনের সময়সূচী

আপনি যে কোন পরিবহনের ভ্রমণ করেন না কেন আপনাকে  অবশ্যই সেই পরিবহনের সময়সূচি জানতে হবে। আর ট্রেনের সময়সূচী তো জানতেই হবে কারণ ট্রেন অন্য পরিবহন এর মত নয় ট্রেন সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দেয়। তাই ট্রেনের সময়সূচি আগে থেকে জেনে রাখতে হয় ও সময়মতো স্টেশনে পৌঁছতে হয় তাই আজকে আমরা চেষ্টা করেছি ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচি তুলে ধরার —

ট্রেনের নাম ছাড়ার সময় পৌছানোর সময় বন্ধের দিন
তিস্তা এক্সপ্রেস (৭০৮) ১৭.০৭ ২০.২৫ সোমবার
অগ্নিবিনা এক্সপ্রেস (৭৩৬) ১৯.১৫ ১৫.০০ নাই
ব্রক্ষপুত্র এক্সপ্রেস (৭৪৪) ০৯.০০ ১২.৪০ নাই
যমুনা এক্সপ্রেস (৭৪৬) ০৪.২০ ০৭.৪৫ নাই০৪.২০
হাওর এক্সপ্রেস (৭৭৮) ১১.০০ ১৪,১৫ মঙ্গলবার
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) ২৩.০০ ০৫.০০ সোমবার

ময়মনসিংহ টু ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনের নাম

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের রুটে ট্রেন চলাচল করে নিয়মিত ৬টি আর এই ট্রেন আর এই ট্রেন গুলোর নাম সম্পর্কে আপনাকে আগে জানতে হবে।আপনাদের সুবিধার্থে ট্রেনের নাম নিচে তুলে ধরা হলো —

  • ঈশা খান এক্সপ্রেস (৪০)
  • মহুয়া এক্সপ্রেস (৪৪)
  • দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮)
  • বালাকা কমিউটার (৫০)
  • জামালপুর কমিউটার (৫২)
  • ভাওয়াল এক্সপ্রেস (৫৬)

ময়মনসিংহ টু ঢাকা আন্ত:নগর  ট্রেনের সময়সূচী

নিচে তা পর্যায়ক্রমে দেওয়া হলো —

ট্রেনের নাম ছাড়ার সময় পৌছানোর সময় বন্ধের দিন
ঈশা খান এক্সপ্রেস (৪০) ১২.০০ ২৩.০০ নাই
মহুয়া এক্সপ্রেস (৪৪) ১৭.২২ ২১.২৫
দেওয়ানগঞ্জ এক্সপ্রেস (৪৮) ১৫.৩৩ ১৯.১৫
বালাকা কমিউটার (৫০) ১৩.৪৫ ১৭.২৫
জামালপুর কমিউটার (৫২) ০৭.৩৩ ১১.১৫
ভাওয়াল এক্সপ্রেস (৫৬) ০৫.৩০ ১১.৪৫

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের নিয়ম কানুন সমূহ

ট্রেনের কিছু নিয়ম কানুন রয়েছে যা আমাদের সকলের জানা দরকার বা উচিৎ ট্রেনের নিয়ম কানুন গুলো নিচে তুলে ধরা হলো —

  • টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠবেন না।
  • নিজের মালামাল নিয়ে দায়িত্বে রাখুন।
  • টিটি  টিকিট চেক করার পরেও টিকিট টি সরবরাহে রাখুন যাতে স্টেশন থেকে বের হতে ঝামেলা না হয়।
  • বিনা কারণে ট্রেনের স্টপচেন টানবেন না।
  • অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাওয়া থেকে বিরত থাকবেন।

ট্রেনের বৈশিষ্ট্য সমূহ

ট্রেনের অনেক গুনাগুন রয়েছে অথ্যাৎ ট্রেনের অনেক বৈশিষ্ট্য অন্যান্য পরিবহনের তুলনায় যাতায়াতের ক্ষেত্রে ট্রেন অনেকাংশে এগিয়ে কারন ট্রেন যথাসময়ে গন্তব্য স্থানে পৌছে দিতে চেষ্টা করে। নিচে ট্রেনের বৈশিষ্ট্য গুলো নিচে তুলে ধরা হলো—

  • ট্রেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যথাসময়ে গন্তব্য স্থানে পৌছে দেয়
  • ট্রেনে প্রয়োজনে খাবার পাওয়া যায়
  • ট্রেনে ভ্রমণ অন্য পরিবহনের তুলনায় অনেক ভালো
  • ট্রেনে যদি প্রাকৃতিক চাপ আসে তার জন্য ট্রেন এ ব্যাবস্থা রয়েছে

ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা

আমরা দেখি অনেকেই ট্রেনের ভাড়ার  তালিকা জানে না তখন তারা অনলাইনে সার্চ করে থাকে।তাদেরকে বলবো আপনার বর্তমান ঠিক জায়গায় রয়েছেন। আমরা এখানে চেষ্টা করেছি ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরতে।

সিরিয়াল নং আসন বিন্যাস ভাড়ার তালিকা
০১ শোভন ১২০ টাকা
০২ শোভন চেয়ার ১৪০ টাকা
০৩ প্রথম সিট ১৮৫ টাকা
০৪ প্রথম বার্থ ২৮০ টাকা
০৫ স্নিগ্ধা ২৭১ টাকা
০৬ এসি সিট ৩২২ টাকা
০৭ এসি বার্থ ৪৮৩ টাকা

ট্রেনের গুরুত্বপূর্ন গুনগুলো

ট্রেন হচ্ছে ভ্রমণের দিক থেকে একটি পারফেক্ট পরিবহন ট্রেনে ভ্রমণ একটি আনন্দময় ভ্রমণ হয়ে থাকে। আর এই আনন্দময় ভ্রমণ হওয়ার পিছনে ট্রেনের অনেক গুনাগুন রয়েছে, সে কারণে ট্রেনে ভ্রমণ করতে ভালো লাগে, বা অনেক কমপিটিবল মনে হয়। ট্রেনের গুন গুলো হল ট্রেন যথাসময়েই গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, ও ট্রেন চলন্ত অবস্থায় কোন রকমের যানজটে পড়াতে হয় না। কারণ ট্রেন নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে তার গন্তব্যস্থানে চলে যায়।

শেষ কথা: পরিশেষে একটি কথা যে, যদি কোন তথ্য মিছিং থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।আর একটি কথা ভাড়া কিন্তু অনেক সময় চেন্জ হয়ে যায়,কারণ অনেক সময় তেলের দাম বেড়ে যায় সে কারনে বেড়ে যায় গাড়ির ভাড়ার দামও তাই আপনারা টিকিট কাটার আগে দামটা টিকিট কাউন্টার থেকে জিঞ্জেস করে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *