Skip to content

ভাবী নিয়ে ফেসবুক স্যাটাস, সেরা কালেকশন 2024

এই আর্টিকেলে একটি গুরুত্বপূর্ণ মজাদার বিষয় নিয়ে আলোচনা করা হবে আর এই বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকেই অনলাইনে অনুসন্ধান করেছেন অর্থাৎ গুগলে সেই বিষয়টি হচ্ছে আদরের ভাবি নিয়ে ফেসবুক স্ট্যাটাস ও উক্তি। আমাদের সকলেরই জীবনে নতুন ভাবি আসে আর এই ভাবি নিয়ে কৌতূহলের শেষ নেই নতুন ভাবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও উক্তি দিয়ে থাকে। তাই আপনারা যারা ভাবি নিয়ে স্যাটাস খুজতেছেন। তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম আপনারা এখান থেকেই ভাবি নিয়ে সেরা ফেসবুক স্ট্যাটাস ও উক্তি পেয়ে যাবেন।

ভাবি নিয়ে কিছু কথা:

যাদের বড় ভাই নাই তারা কিন্তু ভাবীর আদর থেকে বঞ্চিত হয়ে যায় যদিও চাচাতো বড় ভাই থাকলে সেই ভাইয়ের বউকে আমরা ভাবি বলে ডাকি কিন্তু নিজের ভাবির থেকে অন্যের ভাবি কখনো নিজের হবে না। আর ভাবি নিয়ে অনেকেই আফসোস করে থাকি যে কেন একটা আমার বড় ভাই থাকলো না। একটু মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এক ছেলের বড় আব্বুর ছেলের বিবাহ হবে সে আনন্দে সে আত্মহারা কারণ সে নতুন ভাবে পেতে যাচ্ছে। কিন্তু না তার বড় আব্বুর ছেলে কে তার বাবা উকিল দিয়েছে অর্থাৎ উকিল বাপ হয়েছে তার মানে তার ভাবি তার বোন হয়ে গেল। সে কিন্তু তার আগে জানে না যে আমার পিতা আমার বড় আব্বুর ছেলে কে উকিল দিয়েছে পরবর্তীতে সে জানতে পারলে অনেক কান্নাকাটি করে সে বলে আমার অনেকদিনের স্বপ্ন আমি একটা ভাবি পাবো।  কিন্তু সেটা আর হলো না তাহলে আপনারা বুঝতে পারতেছেন আসলে ভাবির আদর ভালোবাসা সকলেরই চাওয়া পাওয়া।

ভাবি নিয়ে স্ট্যাটাস:

নতুন ভাবি আসছে খুশি খুশি লাগছে নতুন ভাবিকে বরণ করবো নতুন ভাবির কাছ থেকে ভালোবাসা আদায় করব।

ভাবি ভাবি ভাবি তোমার কথাই আমি শুধু ভাবি ও আমার প্রিয় ভাবি।

ভাবি শুধু তোমাকে নিয়েই ভাবি কবে তুমি আসবে আমার বাড়ি ও আমার ভাবি।

সবার জীবনে আছে ভাবি আমার জীবনে নাই এ জীবন রাখার চেয়ে না রাখাই ভালো।

ভাবি হচ্ছে একটি মধুর সম্পর্ক যা দেবর ও ভাবির মধ্যে সম্পর্ক স্থাপন হয়।

চিনেছি আমি চিনেছি তোমারে ও আমার ভাবীরে।

এক নজর না দেখলে তোমায় লাগে অন্ধকার তুমি হচ্ছো আমার প্রিয়তমা ভাবি।

বুক চিন চিন করছে হায় ভাবি তোমার কথা মনে পড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *