ভাগিনা হচ্ছে মামার কাছে সবচেয়ে প্রিয় ও আদরের মামারা সর্বোচ্চ চেষ্টা করে ভাগিনাকে আদর সোহাগ দিয়ে বড় করে তোলার জন্য, আর এই মামা ভাগিনার ভালোবাসা নিয়ে অনেকেই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চায়। তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম আমরা এখানে চেষ্টা করেছি মামা ভাগিনা নিয়ে সেরা কিছু স্ট্যাটাস ও ক্যাপশন তুলে ধরার।
কথায় আছে মামা ভাগীনা যেখানে আপদ বিপদ নাই সেখানে হ্যাঁ বন্ধুরা এই প্রবাদ বাক্যটি সবার জানা তবে, বর্তমান সময়ে কিছু কিছু মামা এবং ভাগিনার সাথে ভালো সম্পর্ক নাই। কারন কিছু মামা ভাগিনার সাথে ভালো ব্যবহার করে না এমনকি এই নজিরও আছে ভাগিনার টাকা মামা মেরে দিয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসলেই যারা ভাগিনা কে ভালবাসে তারা কখনো ভাগিনার টাকা মেরে দিতে পারে না। তবে বন্ধুরা এরকম মামা দুই একজন বাদে সবাই ভাগিনাকে আদর করে থাকে। আর তাই আমরা চেষ্টা করেছি সেরা কিছু স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা তুলে ধরার এই আর্টিকেলে।
ভাগিনা নিয়ে স্ট্যাটাস
মামা লিখবে তার ভাগিনা সম্পর্কে স্ট্যাটাস আর ভাগিনা লিখবে মামা সম্পর্কে স্ট্যাটাস, আর এই স্ট্যাটাসগুলো সবাই ভালোভাবে লিখতে পারে না মূলত তখন তাদেরকে গুগল এর সাহায্য নিতে হয়। তবে আপনি যেহেতু আমাদের ওয়েব সাইটে এসে গেছেন এখান থেকেই ভাগিনা নিয়ে সেরা স্ট্যাটাস পেয়ে যাবেন নিচে তা তুলে ধরা হলো —
মামা ডাক শোনার ভাগ্য সবার থাকে না। তবে সেই সৌভাগ্যটি আমার হয়েছে। যেদিন আমি মামা হয়েছি, সেই দিনটি ছিল আমার আনন্দময় একটি দিন।
আলহামদুলিল্লাহ আমিও মামা হয়ে গেলাম। দোয়া করবেন আমার ছোট্ট ভাগিনার জন্য। হে আল্লাহ আমার ভাগিনাকে আপনি সুস্থ রাখুন এবং সে যেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে।
ভালোবাসার আরেক নাম হল ভাগিনা অপরদিকে ভাগিনার ভালোবাসার আরেক নাম হল মামা।
আনন্দে আমার চোখে জল চলে আসে, আমার সেই ছোট্ট বোনটি আজ মা হয়ে গেছে। আর সে আমাকে একটি সুন্দর ভাগিনা উপহার দিয়েছে।
আমরা যেখানে মামা ভাগিনা আছি সেখানে কখনো আসবে না আপদ বিপদ আছি আমরা মজবুত হয়ে মামা ভাগিনা।
মামা ভাগিনার ভালোবাসার সম্পর্ক অনেক গভীর। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, যেখানে মামা ভাগিনার ভালোবাসার দৃষ্টান্ত ফুটে উঠেছে।
ভাগিনা নিয়ে ক্যাপশন
বন্ধুরা বর্তমান সময়ে এখন প্রতিটি বিষয় নিয়ে সবাই ক্যাপশন তুলে ধরতে চায়, শুধু তাই নয় ভাগিনা নিয়েও অনেকেই ক্যাপশন দিতে চায়। আর এই ক্যাপশন গুলো অনেকেই সুন্দরভাবে লিখতে না পাড়ায় তাদের কে গুগলের সাহায্য নিতে হয়।
স্বপ্ন এবার পূরণ হয়েছে হয়েছে পূরণ আশা,ভাগিনার প্রতি আমার অবিরাম ভালোবাসা।
ভাগিনা আমার বড় হবে ডাকবে আমায় মামা, ভাগিনা যেন সুস্থ থাকে এটাই করি প্রার্থনা।
অনেকদিন পর সবাই মিলে হেসেছে আবার প্রাণ খুলে,আমার বোনের কোল আলো করে ভাগিনা এসেছে পৃথিবীতে।
ভাগিনা নিয়ে কবিতা
বন্ধুরা প্রিয় ভাগিনা নিয়ে কবিতা তো লিখাই যায়, তবে কবিতা লেখা এত সহজ নয় যে আপনি চাইলেন একটি কবিতা তৈরি করলেন, সেজন্য আপনাকে গুগলের সাহায্য নিয়ে ভাগিনা সম্পর্কে কবিতা লিখতে পারেন। নিচে ভাগিনা নিয়ে কবিতা তুলে ধরা হলো —
মামা ভাগিনা
-উবায়দুল্লাহ আল ফারুক
দুইতি মা কে এক করিলে
হয় যে একটি মামা,
তুই মামাকে এক করিলে
হয় যে একটি নানা।
মামা ছাড়া ভাগিনা ছাড়া
জীবন বড় দায়,
ভাগিনীরাও আছে সাথে
কেউ ভুলে না যায়।
ভাগিনা ভাগিনী সবাই হলো
মামার চক্ষু মনি,
বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবে
যতই আসুক শনি।
মামাদেরকে দেখলে পরে
ভীষণ খুশি সবে,
দুঃখ কষ্ট যতই থাকুক
সব কিছু যায় উবে।
ভাগিনা ভাগিনীরাই মামার
সবচেয়ে আপনজন,
ভাঙবে নাকো ছিড়বে নাকো
এই অটুট বন্ধন।
মামা ছাড়া এই দুনিয়াতে
যায় না যে ভাই বাঁচা,
মামাদের ন্যায় আপনজন
হয় না কোন চাচা।
মামা ভাগিনা যেথায় আছে
নেইকো কোন ভয়,
হাজার কঠিন দুর্গটিকেও
করবে তারা জয়।
মামা ভাগিনার সম্পর্কে ভাই
শেষ হবে না পদ্য,
ভাগ্নে-ভাগ্নির নাম গুলো এই
নিম্নে লিপিবদ্ধ।
রাকিবুল হক আবির আর
জাবের মুছান্নাদ,
ছোট আরেক ভাগ্নে আমার
খালেদ মুছাদ্দাদ।
বদরুন্নেসা হলো আমার
ভাগ্নি উমামা,
মুত্তাকিয়া তাসনিমের সাথে
পিচ্চি লুবাবা।
এরাই হলো আমার প্রিয়
কলিজা রে ভাই,
ভাগ্নে-ভাগ্নির জন্য আমার
দোয়া করবেন সবাই।