স্ট্যাটাস

ব্যর্থ প্রেমের ছন্দ ২০২৩ সেরা কালেকশন

ব্যর্থ প্রেম  বর্তমানে কেনা প্রেম না করে সবাই একটা হলেও প্রেম করে বর্তমান সময়ে অল্প কিছু হলেই প্রেমিক-প্রেমিকার মাঝে ছোট ইসু হলেও সেই ইসু জেরে ব্রেকআপ টানে তখন একটা প্রেমিক বা প্রেমিকা ব্যর্থ প্রেমিক হয়ে য়ায় ।তখন তারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের  মনের কষ্টটাকে কমার জন্য বিভিন্ন রকমের ব্যর্থ প্রেমিকের স্ট্যাটাস দেয় আর যারা ব্যর্থ প্রেমিকের ছন্দ খুঁজতেছন তাহলে আপনারা ঠিক জায়গাতে আছেন । আর আজকে আমরা সম্পূর্ণ এই পোষ্ট জুড়ে আলোচনা করব 2022 সালের সেরা ব্যর্থ প্রেমিকের ছন্দ নিচে তা দেওয়া হলো—

ব্যর্থ প্রেমের ছন্দ

  • তুমি চলে যাওয়ার পরে তোমার বিরহে ভিজেছিলাম বৃষ্টিতে জানে কতটা কান্না লুকিয়ে রয়েছে তাতে ।
  • কাঁচ ভাঙ্গিলে যেমন জোড়া লাগে না আর জোড়া লাগলেও দাঁতে দাগ রয়ে যায় তেমনি মন ভাঙলে জোড়া লাগলো দাগ থেকে যায় ।
  • আমি আসলে সত্যিই বোকা আমি আজও তার জন্য অপেক্ষা করছি ।
  • আমি এখনো একটা মেয়েকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার এই ভালোবাসা তার দেওয়া কষ্টের চেয়েও বেশি ।
  • কতটা কষ্টে আছি ওগো প্রিয়তমা তোমাকে ছেড়ে আমি তুমি যদি জানতে আমায় ছেড়ে চলে যেতে না ।
  • সেই অলিগলিতে রেখেছি তোমার কত স্মৃতি আমি হাটতে গিয়ে দেখি গিয়েছি পথ ভুলে ।
  • গভীর সমুদ্র সুখ নিয়ে ঘুমাও প্রতিরাতে আমি না হয় থাকবো জেগে দুঃখ নিয়ে সাথে
  • আমি না হয় তোমাকে ভালোবেসে করেছি ভুল রাত দুপুরে নির্জনতা করেছি খুন
  • আমার গা এখনো শিউরে উঠি তোমার কথা যখন মনে পড়ে ।

    ব্যর্থ প্রেমের ছন্দ

  • যতবার আলো জ্বালাতে যাই নিভে যায় ততবার আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে
  • তোমার কথা আজও আমার মনে পড়ে জানিনা তোমার ও কি মনে পড়ে ।
  • আমার প্রতিটি নিঃশ্বাসে নিঃশব্দে কেঁদে যায় তোমার অপেক্ষায় ।
  • ক্ষমা করে দিও স্মৃতি ভুলে যেও প্রতিটি মূহুর্ত কাটে যাতনায় তুমি সুখে থাকো এই কামনায় ।
  • যদি মন কাঁদে তুমি চলে এসো ফিরে এসো কোন এক বরষায় ভিরগো সেদিন দুজনে দুঃখের জলে বেঁচে আছি আমি সেই এই আশায় কামনায় ।
  • বুকের কষ্ট গুলো বুকে লুকিয়ে রেখেছি চলে যাব অনেক দূরে ফিরবো না তো আর এতটা যন্ত্রণা ছিল এই বুকে সাধ্য নেই তা আমার বয় বেড়াবার ।
  • কি ভুলে তুমি আমায় করলে একা জীবনটা আমার হয়ে গেল ছন্নছাড়া ।

ব্যর্থ প্রেমের ছন্দ

  • আজও কাঁদি তোমার কথা ভেবে নিরবে জানিনা আমার কথা তোমার মনে পরে কিনা ।
  • হায়রে প্রেম হায়রে ভালোবাসা জীবনটা আমার করে দিল ছন্নহাড়া ।
  • তোমার বিরহে রোদ কি বৃষ্টি কিছুই লাগেনা ভালো তুমিহীনা এই হৃদয় আমার আধার এর চেয়েও কালো ।
  • তুমি কি আমাকে এখনো আগের মতো ভালোবাসো তুমিও কি আমার মত কান্নায় ভেঙ্গে হাসো ।
  • যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হল আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হল প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটা হল প্রকৃত ভালোবাসা ।
  • কেন যেন মন নেই ভালো জানিনা কি হলো পাশে নেই তুমি এখন করি আমি কি
  • সত্যি কারের ভালোবাসা কোন দাম নেই যারা ভালবাসা নিয়ে ছলনা করে তাদের কাছে ভালবাসার লোকের কোন অভাব নেই বলুন ঠিক কিনা ।
  • মন কি বোঝাতে চাইলে বুঝতে চায় না শুধু তোমার কথা মনে পড়ে জানিনা আমার কথা তোমার কি মনে পড়ে ।
  • তুমি নেই পাশে সবকিছু লাগে ফাঁকা তাইতো তোমার অপেক্ষায় বসে থাকি একা
  • জানিনা আমায় ছেড়ে তুমি আছো কি করে আমার জীবনটা কাটিয়ে শূন্য হাহাকারে
  • মন নেই ভালো সব কিছু লাগে এলোমেলো তোমায় ছাড়া আমায় লাগেনা ভালো ওগো নন্দিনী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button