Skip to content

বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন, সেরা কালেকশন

  • by
বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস, ক্যাপশন

বিয়ে নিয়ে ইসলামীক স্ট্যাটাস আপনারা যারা অনলাইনে অনুসন্ধান করতেছেন। তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম আমরা এই আর্টিকেলে বিয়ে নিয়ে ইসলামিক কিছু স্ট্যাটাস তুলে ধরার চেষ্টা করেছি, বিবাহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছ থেকে নির্ধারিত ইসলামী স্ট্যাটাস অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। আর এই বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস গুলো অনেক সময় অনেকেই জানে না। মূলত তাদের জন্য এই আর্টিকেলটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।

বিয়ে একটি স্বর্গীয় ব্যাপার বিয়ে আল্লাহ পাক রব্বুল আলামীন যা রিজিকে যেভাবে রেখেছে তার বিয়ে সেভাবে হবে আর বিয়ে একটি পবিত্র বন্ধন। যা আমাদের আদি পিতা আদম (আঃ) থেকে এখন পর্যন্ত চলে আসছে আর এই বিবাহ নিয়ে ইসলামের অনেক দিকনির্দেশনা রয়েছে আর এই দিক নির্দেশনা গুলো অনেকেই জানে না। তবে আপনারা যারা জানেন না তারা আমাদের এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। তাই আর্টিকেলটি স্কিপ না দিয়ে মনোযোগ সহকারে পড়ুন।

বিয়ে নিয়ে ইসলামিক স্ট্যাটাস

স্ট্যাটাস বিষয়টি এখন আপনারা সকলেই অবহিত আছেন যে, স্ট্যাটাস এখন একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে যা প্রতিটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস না দিলে যেন কিছু ভালো লাগে না। তেমনি বিয়ে নিয়ে আমরা দেখেছি অনেকেই ইসলামিক স্ট্যাটাস খুজে থাকে অনলাইনে, আর যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন আপডেট তথ্য নিয়ে হাজির হই। সেহেতু আমরা আজকে এই আর্টিকেলে চেষ্টা করেছি বিয়ে নিয়ে ইসলামীক স্ট্যাটাস তুলে ধরার নিচে তা পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হল আপনাদের সুবিধার্থে —

  • একজন মুসলিম নারীর স্বামী হচ্ছে তার পরনের কাপরের মত । কাপর যেমন তার লজ্জা ঢেকে রাখে স্বামী তাকে সকল বিপদ সমস্যা থেকে রক্ষা করে।
  • একটি ছেলের জন্য একজন আদর্শ স্ত্রী হলো আল্লাহর দেয়া শ্রেষ্ট উপহার।
  • আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর মাধ্যমে আমাদের জানিয়েছেন।
  • তাই আমাদের মেয়ে-ছেলে সবার উচিত বিয়ের আগে প্রত্যেকে নিজেদের দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে জেনে নিবো বিভিন্ন স্কলারদের থেকে।
  • জামাই এর কি কি করা দরকার কিন্তু সে কি কি করেন বা করেনা বা বউ কি কি করেনা না দেখে, আগে দেখেন নিজে কতোটুকু করছেন।
  • আমরা আগে সব সময় অন্যেরটা দেখি যে তোমার তো এটা করার কথা কিন্তু তুমি করোনা। কিন্তু নিজেও যে আরও কত দ্বায়িত্ব পালন করিনা না তা আমরা ভুলে যাই বা দেখিনা।
  • হাসবেন্ড, শশুড় শ্বাশুড়ী, দেবর ননদ, বাচ্চা কাচ্চা বা অন্য যে কোনো দিক থেকেই হোক পরীক্ষা আসবেই ইনশাআল্লাহ।
  • দুনিয়া তো জান্নাত না বা রূপকথার গল্প না যে বিয়ের পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকবে সব সময়।
  • বিয়ে যেমন খুব সুন্দর একটা ব্যাপার তেমনি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারলে এরচেয়ে কঠিন কিছু নাই।
  • আমরা মেয়ে-ছেলে সবাই যদি ইসলামের আলোকে বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করি,ইন শা আল্লাহ সংসারের পরীক্ষায় সবাই পাশ করে যাবো।
  • একজন আদর্শ নারীই পারে তার সংসারকে স্বর্গ বানাতে। আর একজন অসৎ নারী পারে তার সংসারকে দোযখ বানাতে।
  • একজন হালাল স্ত্রীকে আদর করে মুখে তুলে খাওয়ালে সদকা করার সওয়াব মহান আল্লাহ দেন।
  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু (সা.) বলেন নিশ্চয় সে বিয়ে বেশি বরকত পূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *