Skip to content

বিদায় অনুষ্ঠানের সেরা বক্তব্য 2023

  • by
বিদায় অনুষ্ঠানের সেরা বক্তব্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আপনার সামনে আর সেই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিদায় অনুষ্টানের বক্ত। আর এই বিষয়টি অনেকেই অনলানে অনুসন্ধান করেছেন, তাদেরকে আমাদের এই আর্টিকেলে স্বাগতম। স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৩ সালের  বিদায় অনুষ্ঠানে  আমার সামনে উপবিষ্ট সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষক সম্মানিত সহকারী শিক্ষক। এবং অভিভাবক বিন্দু সকল ছোট বড় ভাই ও বোনেরা সবার প্রতি  আমার সালাম আসসালামু আলাইকুম।

আজ আমি ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি যে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান এ বিদায় চির বিদায় নয়, ক্ষণিকের জন্য বিদায় সম্মানিত শিক্ষক মন্ডলী আপনাদের কথা না বললেই নয় আপনারা ছিলেন আমাদের শিক্ষাদানের মহাগুরু। শিক্ষার ক্ষেত্রে আপনারা আমাদের যতটুকু সম্ভব তা দিয়ে আপনারা আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন ডিম থেকে যেমন বাচ্চা বের হয় তেমনি আমাদের আপনারা ছোট থেকে লালন পালন করে এসেছেন। একজন জন্মদাতা পিতা যেমন পথ ধরতে পথ চলতে শেখায়, তেমনি আপনারা আমাদের শিক্ষার ক্ষেত্রে পথ ধরিয়ে দিয়েছেন পথ চলতে শিখিয়েছেন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন শিক্ষকের চেয়ে আর কোন বড় অভিভাবক কেউ হতে পারে না।

আপনাদের ভালোবাসা ও নৈতিক শিক্ষা আমাদের  শিক্ষার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা দেয়। এরপরেও অনেক সময় আমরা আপনাদের মূল্য বুঝিনা অনেক সময় অনেক ধরনের ভুল বেয়াদবি করে ফেলি। আপনারা আমাদের আলোর পথ দেখাতে অনেক আপ্রাণ চেষ্টা করে গেছেন তাই আমি একজন ছাত্র হয়ে বলতেছি আপনাদের মনে যদি কোন দুঃখ কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিন । আশা করি আমরাও আপনাদের কোনদিন ভুলবো না আশা করি আপনাদের দোয়া এবং রহমতে আমরা অনেক ভালো রেজাল্ট করব ইনশাআল্লাহ।

যেতে হবে বহুদূর, তাই এই ছাড়া বাঁধন ,

বিরহ ব্যাথাতুর মনে , বয়েছে হাসির কাদন।

তাই আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন,

সম্মুখে দাঁড়িয়েছে তাই দিতে বিদায়ী ভাষণ।

আমার প্রিয় সহপাঠীরা কে কোথায় থেকে উঠে এসেছিলাম আজ মনে নেই  শুধু মনে আছে অসংখ্য ঘেরা স্মৃতি যা আজও চোখের সামনে ভেসে ওঠে।  যদিও এ বিদায় ক্ষনিকের জন্য বিদায় তবু কেন যেন মনে হচ্ছে আজ তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি  এ বিদায় শুধু স্থানের পরিবর্তন, যে যেখানে থাকি না কেন আমরা সব সময় এক সুতায় গাথা থাকবো আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা তোমাদের সাথে দীর্ঘ পাঁচটি বছর  তোমাদের সাথে চলাফেরা করে এসেছি মানুষের মাঝে সাধারণত ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তবে তোমরা তোমাদের বড় ভাই হিসাবে ক্ষমা করে দিও.

 যেতে নাহি দিব হায়,

তবু যেতে দিতে হয়,

তবু চলে যায়।

আর সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমিও তোমাদের দিকে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম আর তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা  ও শুভকামনা। তোমরাও আমাদের জন্য সফলতার দোয়া রাখবে পরিশেষে আমি বলতে চাই সম্মানিত সভাপতি শিক্ষক ও অভিভাবক বৃন্দ এবং উপস্থিত থাকা আমার সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে আমাদের একান্ত চাওয়া আপনারা আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা যেন সফলতার এভারেস্ট জয় করতে পারি সকলের মুখ উজ্জ্বল করতে পারি, সর্বোপরি দেশের জন্য কোন কিছু করতে পারি দিন শেষে সকলের প্রতি আমার বিদায় ও সালাম আসসালামু আলাইকুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *