Skip to content

বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা, ঠিকানা, অবস্থান ও কন্টাক্ট নাম্বার বাংলাদেশ 2024

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি গুরুত্বপূণ পোষ্ট নিয়ে হাজির হয়েছি যা আমাদের সকলের প্রয়োজন আর তা হচ্ছে ব্লাড ( রক্ত ) তাই আমরা এই পোষ্টে বাংলাদেশের সববৃহৎ ব্লাড ব্যাংক বাধঁন এর ডোনার তালিকা ঠিকানা অবস্থান ও মোবাইল নাম্বারসহ দিয়েছি যাতে করে আপনারা সহজে বাধন ব্লাড ব্যাংক এর ডোনার সহজে পেয়ে যান । আর রক্ত হচ্ছে মানুষের অমূল্য সম্পদ যা আমরা অনেক সময় মূমূষ রোগির জন্য  জরুরী ভিত্তিতে তাদের রক্তের প্রয়োজন হয়। এক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও বাধন ব্লাড ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্লাড ব্যাংক।এখান থেকে আপনি খুব সহজেই আপনার যে কোন গুরুপের রক্ত পেয়ে যাবেন। তারা সবসময় মানুষদের সাহায্য করতে চায়। শুধু তাই নয় প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হলে তারা যে কোন গুরুপের রক্ত সন্ধান করে দিয়ে মানুষকে সাহায্য করে।

সুতারাং তাই আমরা এই পোষ্টে বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা ও মোবাইল নাম্বার ঠিকানাসহ এই পুরো আর্টিকেল জুরে আলোচনা করা হবে বাংলাদেশের বাঁধন ব্লাড ব্যাংক এর সমস্ত শাখাগুলো নিম্নে তা আলোচনা করা হলো–

বাঁধন ব্লাড ব্যাংক এর ঠিকানা :

বাংলাদেশের সববৃহৎ বাঁধন ব্লাড ব্যাংক এর ঠিকানা  বাধঁন ব্লাড ব্যাংক সকাল থেকে রাত ১০টা পযন্ত খোলা থাকে বাঁধন ব্লাড ব্যাংক এর ঠিকানা নিচে দেওয়া হল

বাঁধন, টি.এস.সি (নিচতলা),(জোনাল অফিস), ঢাকা বিশ্ববিদ্যালয়।ফোন- ০২-৮৬২৯০৪২

সকাল ৬ টা থেকেরাত ১০ টা পর্যন্ত)

ই-মেইল-du@badhan.orgওয়েবসাইট- www.badhan.org

বাঁধন ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয় :

বাধঁন ব্লাড ব্যাংক টি মূলত স্বেচ্ছাসেবক তাদের মূল নীতি। তাই আপনাদের রক্তের প্রয়োজন হলে প্রাথমিকভাবে তাদের যে শাখাগুলো রয়েছে সে শাখাগুলোতে রক্ত না থাকলে। তাহলে আপনি বাধন ব্লাড ব্যাংক এর প্রধান কার্যালয়ে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করতে পারবেন ।

প্রধান কার্যালয়৩১/ভি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক, (পুরাতন শান্তিনগর), ঢাকা – ১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)।

ফোন:৮৩২২৯৮৭মোবাইল:০১৭১৪-০১০৮৬৯

 ই-মেইল: blood@quantammethod.org.bd.

ওয়েবসাইট: www.quantammethod.org.bd

বাঁধন ব্লাড ব্যাংকের সকল শাখার ঠিকানা ও মোবাইল নাম্বার :

বাঁধন ব্লাড ব্যাংক সকল শাখার ঠিকানা ও মোবাইল নাম্বার নিচে দেওয়া হলো ছক আকারে আপনাদের সূবির্ধাতে–

শাখাগুলোর নাম যোগাযোগের(নাম্বার )
সন্ধানী মেডিকেল কলেজ ইউনিট রংপুর = ০৫২১-৬৫১৮০
রংপুর মেডিকেল কলেজ শাখা = ৫২১৬৫১৮০
ঢাকা ডেন্টাল কলেজ শাখা = ৮০১৭১৪৬, ৯০০২০৩৫
বাংলাদেশ মেডিকেল কলেজ শাখা = ৯১২৪৬১৯
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা = ০১৮১৯-২৮৪৮৭৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা = ০৯১-৫৪৮২৯
চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা = ০৩১-৬১৬৬২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা = ৮৬১৬৭৪৪, ০১৮১৯-২৮৪৮৭৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা = ৮৬২১৬৫৮
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ = ৬৪৪-৫১০০২৯৫
দিনাজপুর মেডিকেল কলেজ শাখা = ০৫৩১-৪৭৪৮
রাজশাহী মেডিকেল কলেজ শাখা = ০৭২১-৫২১৬৫১৮০, ০১৭২১-৭৭৩০৮০
সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা = ০৮২১-৭১০৮৮০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা = ০১৭১২-১৮০২৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি শাখা = ০১৭১১-০২৫৮৭৬
বুয়েট শাখা = ০১৯১২-০৮২৯১৯
রেড ক্রিসেন্ট সোসাইটি = ৯১১৬৫৬৩
সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংক = ০১১৯০-১৫১৪৮০
চট্টগ্রাম মেডিকেল কলেজ = ৬১৬৮৯১-৯৪, ৯৪৬১৬১৯৯
পোর্ট হাসপাতাল, চট্টগ্রাম =
রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম = ৭২০১২১-৩৯
বেগম তোয়েবা মজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, দিনাজপুর = ০৫৩১-৬৪০২১
ইসলামী ব্যাংক হাসপাতাল ব্লাড ব্যাংক = ৮৩১৭০৯০, ৮৩২১৪৯৫
কোয়ান্টাম ফাউন্ডেশন = ৮৩২২৯৮৭, ৯৩৪১৪৪১, ৮৩১৯৩৭৭
ব্লাড ব্যাংক, খুলনা =
ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড = ৬১২৩৯৫, ৬২০৯২৬
শেষ কথা : পরিশেষে একটি কথা যে, রক্তের প্রয়োজন হঠাৎ করে হয়ে যায় তাই পোষ্টটি  আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *