Skip to content

বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের টিকিট কাউন্টার,ও নিয়মাবলী ২০২৩

  • by

হ্যালো বন্ধুরা বনফুল ট্রান্সপোর্ট পরিবহন একটি জনপ্রিয় পরিবহন যেটি প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ও ঢাকা থেকে বিভিন্ন জেলায চলাচল করে। বনফুল পরিবহন টি মানসম্মত সেবা প্রদান করার জন্য বনফুল পরিবহনের কর্তৃপক্ষরা সুদক্ষ কর্মচারী ও ড্রাইভার নিয়োগ করেছেন। যাতে করে মানুষ সঠিক সময়েই গন্তব্য স্থানে পৌঁছতে পারে আর এই বনফুল পরিবহনের কাউন্টার ও কন্টাক্ট নাম্বার দেখি অনলাইনে অনেকজনই সার্চ করে থাকে আর তাই আজকে আমরা এই আর্টিকেলে চেষ্টা করেছি বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের সমস্ত আপডেট তথ্য তুলে ধরতে ।

তাই আপনি যদি বনফুল ট্রান্সপোর্ট পরিবহন ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় না পান তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার জানতে হবে। তাহলে আপনি অতি সহজেই বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে ভ্রমণ করে গন্তব্য স্থানে পৌছতে পারবেন।

বনফুল ট্রান্সপোর্ট পরিবহন এর টিকিট কাউন্টার সমূহ:

আপনি যদি বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বনফুল ট্রান্সপোর্ট পরিবহনে এর টিকিট কাউন্টার এর নাম্বার সংগ্রহ করতে হবে। তাই আপনারা যারা বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার খুঁজতেছেন তারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারেন নিম্নে বনফুল ট্রান্সপোর্ট পরিবহন সকল টিকিট কাউন্টারের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হল —

বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের সকল অঞ্চলের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার:

নিচে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং কাউন্টার ( Number) মোবাইল/ফোন (Number)
০১ পাড়েরহাট কাউন্টার মোবাইল: ০১৯১৬৭৯৪১০০
০২ রায়েন্দা কাউন্টার মোবাইল: ০১৭১৯৩৪১০৪১
০৩ গোপালগঞ্জ কাউন্টার মোবাইল:০১৮১৮১৫৬১৩৮
০৪ আমতলা মোবাইল: ০১৭১৩৭৯৭৯৯১
০৫ চন্ডিপুর কাউন্টার মোবাইল: ০১৭১০৬১৪৯৪৫
০৬ বলিপাড়া কাউন্টার মোবাইল: ০১৯১৬৭০৬৬৫৪
০৭ রয়্যাল কাউন্টার মোবাইল: ০১৭১৪৮৪৭২১৪
০৮ ফকিরহাট কাউন্টার মোবাইল: ০১৭১১১৪৪২১৮
০৯ ইকরি কাউন্টার মোবাইল: ০১৯১৪৪৫৪৪৯৫
১০ মুকসুদপুর কাউন্টার মোবাইল: ০১১৯০২১১৮৬৭
১১ মঠবাড়িয়া-১ কাউন্টার মোবাইল: ০১৭২১১৯৭৮২৪

১২ মঠবাড়িয়া-২ কাউন্টার মোবাইল: ০১৭২৪৮৫৩৪১৫
১৩ ছোলম বাড়ীয়া কাউন্টার মোবাইল: ০১৭১১৪৮৮৯৩৬
১৪ খালিশপুর কাউন্টার মোবাইল: ০১৭১১১৫৭০৬০
১৫ খুলনা কাউন্টার মোবাইল: ০১৭১৮-১০০৬৫৩
১৬ মহিষপুর কাউন্টার মোবাইল: ০১৭১৫২২৯০৮৬
১৭ মল্লিকবাড়ী কাউন্টার মোবাইল: ০১৭১৩৯৫৮৩১০
১৮ সাইনবোর্ড কাউন্টার মোবাইল: ০১৭১৭৯৯৭৯৩৪
১৯ জিয়ানগর কাউন্টার মোবাইল:০১৭১৩৯৫০৮৬২
২০ রুপসা কাউন্টার মোবাইল: ০১১৯৫১৫৩৬৯৫
২১ বাগের হাট কাউন্টার মোবাইল: ০১৭৩৪৭৫৭৭৯৯

বনফুল ট্রান্সপোর্ট পরিবহনের নিয়মাবলী:

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন।

বনফুল ট্রান্সপোর্ট গাড়ির গুনগতমান :

বনফুল ট্রান্সপোর্ট পরিবহন অন্যান্য গাড়ির তুলনায় গুণগতমান অনেক ভালো পরিবহনটি এসি ও নন এসি আছে । তাছারা পরিবহনটি রুটে চলার সময়, মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয় ।

বনফুল ট্রান্সপোর্ট পরিবহন এর বৈশিষ্ট্য :

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *