রাগ ও অভিমান প্রায় আমাদের প্রিয় মানুষের কাছ থেকে আমাদের দূরে ঠেলে দেয় প্রেমিকা রাগ করলে রাগ ভাঙ্গানোর উপায় আছে রাগ ভাঙ্গানোর জন্য প্রয়োজন হবে বিশেষ কিছু সুন্দর স্ট্যাটাস ছন্দ কথার এই পোস্টে আমরা রাগ ভাঙ্গানোর স্ট্যাটাস শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভাল লাগবে অনেক সময় প্রেমিক-প্রেমিকাদের মধ্যে অনেক ধরনের কথা কাটাকাটি হয়ে থাকে এজন্য সাধারণত প্রেমিকা রাগ করে থাকে প্রেমিকার রাগ ভাঙ্গানোর জন্য অন্যতম একটি উপায় হল এসএমএস এর মাধ্যমে রাগ ভাঙ্গানোর স্ট্যাটাস গুলো শেয়ার করা এ পোস্টে আমরা আপনাদেরকে তা দেওয়ার চেষ্টা করব
প্রেমিকার রাগ ভাঙ্গানোর এসএমএস
১। আপনার রাগের জন্য হয়তো কেউ আপনাকে শাস্তি দেবে না , কিন্তু আপনার রাগই আপনাকে শাস্তি দেবে।
২। প্রকৃত স্মার্ট তারা , যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে ।
৩। ৫ মিনিট সময় চেয়ে ৫০ মিনিট ধরে সাজু গুজু করা মেয়েদের জন্মগত অধিকার !
৪। শুনেছি ভালো মানুষের কপালে ভাত জোটে না ! . তাহলে কি আমাকে সারাজীবন বিরিয়ানি খেয়ে থাকতে হবে..?
৫। ঘুম ভাঙ্গেছে তবু বিছানা আমাকে ছাড়ে না কেন আরও ঘন্টাখানেক শুয়ে থাকা মানে কি অলসতা নাকি সত্যি বিছানা আমাকে ভালোবাসে
৬ ।প্রিয় ভালোবাসা না দেওয়া তো কি হয়েছে একটা মামলা দাও অন্তত প্রতি মাসে একবার তো এক দেখা হবেই
৭।এখন পর্যন্ত, আমরা একসাথে কাটানো প্রতিটি মুহূর্ত দুর্দান্ত ছিল। তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সেরাটি এখনও আসতে বাকি।
৮।আমি যদি তোমাকে জীবনে একটা জিনিস দিতে পারতাম, তোমাকে আমার চোখে নিজেকে দেখার ক্ষমতা দিতাম, তবেই তুমি বুঝবে তুমি আমার কাছে কতটা স্পেশাল।
৯।একটি গাছ দুটি গোলাপ গোলাপ দুটি লাল তোমায় আমি ভালোবাসবো চিরকাল প্রিয় 🥰🥰🥰
১০।জলে যখন নেমেছি তখন মাছ ধরবোই ভালো যখন বেসেছি তখন বিয়ে করবোই
প্রেমিকার রাগ ভাঙ্গানোর স্ট্যাটাস
১।রাগ শুধু তোমার নয় আমারও আছে তুমি দেখতে পারো আর আমি কতটা সইতে পারি !
২।পাগলী আমার রাগ করো না একটু কাছে এসো তোমার জন্য কান ধরছি একটু ভালোবাসো …..আই লাভ ইউ !
৩।তুমি রাগ,,,, তুমিই রঙ,,, শিরার কোনে শিহরন । ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে,,,,স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন ৷
৪।কেউ রাগ করলে সেই রাগ ভাঙ্গানোর উপায় বের করার জন্য সারা রাত জেগে থাকার নামই ভালবাসা ।
৫। কখনও কখনও তুমি অভিমান না করলে,.,.,.,.,.,. আমি সেই ভালো লাগা থেকে,,,,, বঞ্চিত হয়ে যাই,,,,,,, |
৬। রাগ,,,,,,,,, তার ওপরেই করা যায়, যাকে অনেক ভালোবাসা যায় ।
৭। যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রন করতে পারবে,,,, বুঝে নিও জীবনটাও কন্ট্রোল করতে শিখে গেছো ।
৮।তুমি রাগ করলে আমি মানবো,,,,, তুমি কষ্ট পেলে আমি মুছে দেব,,,, তুমি থাকতে চাইলে আগলে নেব।
৯।তোমার অভিমানের জন্য হয়তো তোমাকে কেউ শাস্তি দেবে না,,,, কিন্তু তোমার অভিমানই তোমাকে অনেক শাস্তি দেবে।
১০।Oii পাগলি,.,.,.,.,.,. আমি ভুল করলে আমার সাথে ইচ্ছেমতো ঝগড়া করে নিও!!! কখনো, রাগ করে আমার সাথে কথাটা বন্ধ করিওনা প্লিজ ।