Skip to content

তিশা প্লাস পরিবহনে সকল টিকিট কাউন্টার নাম্বার, লোকেশন, রুট ম্যাপ, ভাড়ার তালিকা, ও সময়সূচী–2023

  • by

বিসমিল্লাহির রহমানির রাহিম

আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিবহন খাতে ব্যাপক ভূমিকা পালন করা পরিবহন তিশা প্লাস পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করতেছে। তবে তিশা প্লাস পরিবহন বাংলাদেশের কুমিল্লা ও চট্রগ্রাম রুটে নিয়মিত চলাচল করে ।তিশা প্লাস পরিবহন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুবই জনপ্রিয় একটি পরিবহন নামে পরিচিত তিশা প্লাস পরিবহন শুধু তাই নয় পরিবহনটি আধুনিক মডেলের পরিবহন, পরিবহন রাস্তায় চলার সময় যাত্রীদের প্রয়োজনীয় সমস্যা মিঠায় আর তাই আপনারা যারা তিশা প্লাস পরিবহনের টিকিট কাউন্টার খুঁজতেছেন। তাদেরকে আমাদের এই পোস্টে স্বাগতম, আপনারা আমাদের এই পোস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করতে পারবেন।

তিশা প্লাস পরিবহনের টিকিট কাউন্টার সমূহ:

তিশা প্লাস পরিবহন এর সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার ও ফোন নাম্বার নিচেই পর্যায়ক্রমে আপনাদের সুবিধার্থে টেবিল আকারে দেওয়া হল –

তিশা প্লাস পরিবহনের কুমিল্লা অঞ্জলের টিকিট কিউন্টার:

আপনারা যারা তিশা প্লাস পরিবহনের কুমিল্লা অঞ্জলের টিকিট কাউন্টার খুঁজতেছেন তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম আপনারা এখান থেকে কুমিল্লার কাউন্টারের মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন নিচে তা দেওয়া হলো —

সিরিয়াল

নং

কাউন্টার নাম্ মোবাইল/ফোন:
০১ লাকসাম বাস কাউন্টার, কুমিল্লা জেলা মোবাইল:01782-174262
০২ পাদুয়া বাজার বিশ্বরোড কাউন্টার, কুমিল্লা জেলা শহর মোবাইল:01782-174257.

তিশা প্লাস পরিবহনের চট্রগ্রাম অঞ্জলের টিকিট কিউন্টার:

সিরিয়াল

নং

কাউন্টার নাম মোবাইল/ফোন:
০১ অলংকার মোড় কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর মোবাইল:01782-174215.
০২ বড়পুল কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর মোবাইল:01782-174158.

তিশা প্লাস পরিবহনের সময়সূচি:

তিশা প্লাস পরিবহন একটি জনপ্রিয় পরিবহন, ১এই পরিবহন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম কুমিল্লা ঢাকা থেকে নিয়মিত যাতায়াত করে তাই এই পরিবহন টি তে ভ্রমণ বা যাতায়াত করার জন্য অবশ্যই আপনাকে তিশা প্লাস পরিবহনের সময়সূচী সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে তা না হলে আপনি ঠিক সময়ে পৌছাতে পারবেন না আর আগে থেকে তিশা প্লাস পরিবহনের সময়সূচি জানা থাকলে আপনি নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্য স্থানে পৌঁছাতে সক্ষম হবেন তাই আমরা নিশি তিশা প্লাস পরিবহনের সময়সূচী তুলে ধরেছি আপনাদের সুবিধার্থে।

তিশা প্লাস পরিবহন সকাল ৬টা থেকে প্রতিদিন রাত ৮.০০ পর্যন্ত ঢাকা থেকে প্রতিনিয়ত ঢাকা থেকে কুমিল্লা ও চট্রগ্রামের উদ্দেশ্যে চলাচল করে।

তিশা প্লাস পরিবহনের ভাড়ার তালিকা:

তিশা প্লাস পরিবহন ভাড়ার দিক থেকে একেবারেই কম পরিবহনটি ভাড়ার দিক থেকে একেবারে কম হলেও পরিবহনটি যথাসময়ে গন্তব্য স্থানে পৌছিয়ে দেয় ও গাড়িটির ভাড়া একেবারে আয়ত্তের মধ্যে নিচে তা দেওয়া হলো —

সিরিয়াল নং উৎস গন্তব্য জনপ্রতি ভাড়ার তালিকা
০১ ঢাকা কুমিল্লা ১৭০ টাকা
০২ কুমিল্লা ঢাকা ১৮০ টাকা
০৩ ঢাকা চট্রগ্রাম ২০০ টাকা
০৪ চট্রগ্রাম ঢাকা ২০০ টাকা
০৫ কুমিল্লা ফেনি ১০০ টাকা
০৬ ফেনি কুমিল্লা ১০০ টাকা

তিশা প্লাস পরিবহনের রুট সমূহ:

তিশা প্লাস পরিবহন বাংলাদেশের কয়েকটি রুটে চলাচল করে তাই অনেকে আপনারা তিশা প্লাস পরিবহন কতগুলো রুটে চলাচল করে, তাই আপনারা যারা জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকেন তারা এখান থেকে জেনে নিতে পারেন।

  • ঢাকা থেকে চট্টগ্রাম
  • চট্টগ্রাম থেকে ঢাকা
  • ঢাকা থেকে ফেনী
  • ফেনী থেকে ঢাকা
  • ঢাকা থেকে কুমিল্লা
  • কুমিল্লা থেকে ঢাকা ইত্যাদি রুটি নিয়মিত চলাচল করে তিশা প্লাস পরিবহন টি

তিশা প্লাস পরিবহনের নিয়মাবলি:

প্রতিটি গাড়ির বা পরিবহনের কতগুলো নিয়ম আছে, তেমনি ভাবে তিশা প্লাস পরিবহনের কতগুলো নিয়ম বা রুলস আছে নিম্নে তা দেওয়া হল —

  • গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে
  • যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না
  • যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে
  • যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে.
  • ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
  • অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা.

তিশা প্লাস পরিবহনের গুন:

তিশা প্লাস পরিবহন পরিবহন তুলনায় গাড়িটি যথা সময়ে গন্তব্যে স্থানে পৌঁছায় ও গাড়িটিতে ভ্রমণ করার সময় পর্যাপ্ত পরিমাণ কম্ফোর্টেবল মনে হয় গাড়িতে আপনি যাতায়াত না করলে বুঝতে পারবেন না আসলে গাড়িটি কেমন ধরনের সেবা প্রদান করে থাকে গাড়িটি যাত্রাপথে বিরতি দিয়ে থাকে এবং প্রয়োজনে মিনারেল ওয়াটার ও কম্বল সরবরাহ করে থাকে।

তিশা প্লাস পরিবহন এর বৈশিষ্ট্য:

গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়, গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *