Skip to content

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা আপডেট তথ্য 2023

  • by

বিসমিল্লাহির রাহমানির রাহিম

তিতুমীর এক্সপ্রেস আপনি কি ট্রেনে  চিলাহাটি থেকে রাজশাহি যাওয়ার সংকল্প করতেছেন, তাদেরকে আমাদের এই পোষ্টে স্বাগতম । আমরা এখানে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের আপডেট তথ্য তুলে ধরেছি। তিতুমীর এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি রাজশাহি থেকে চিলাহাটি রুটে চলাচল করে, ট্রেনটি রাজশাহি  ও চিলাহাটি বাসীর জন্য অনেক উপকারে এসেছে। ট্রেনটি রাজশাহি  ও চিলাহাটি নিয়মিত চলাচল করে। প্রতিদিন হাজারো মানুষ রাজশাহি  ও চিলাহাটি উদ্দেশ্যে যায় ও চিলাহাটি থেকে রাজশাহি আসে। আর এই ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে চেয়ে অনেকেই অনলাইন অথবা  google এ সার্চ করে থাকে। তাদেরকে বলব আপনারা ঠিক জায়গায় অবস্থান করতেছেন। এখান থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিতে পারবেন। নিচে পর্যায়ক্রমে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ আপডেট তথ্য দেওয়া হল —

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:

আপনি যে কোন পরিবহনের ভ্রমণ করেন না কেন আপনাকে  অবশ্যই সেই পরিবহনের সময়সূচি জানতে হবে। আর ট্রেনের সময়সূচী তো জানতেই হবে কারণ ট্রেন অন্য পরিবহন এর মত নয় ট্রেন সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দেয়। তাই ট্রেনের সময়সূচি আগে থেকে জেনে রাখতে হয় ও সময়মতো স্টেশনে পৌঁছতে হয় তাই আজকে আমরা চেষ্টা করেছি তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি তুলে ধরার —

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সিরিয়াল নং উৎস গন্তব্য ছাড়ার সময় পৌছানোর সময় বন্ধের দিন বুধবার
০১ রাজশাহি চিলাহাটি ০৬.২০ ১৩.০০
০২ চিলাহাটি রাজশাহি ১৪.২০ ২১.০০

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের অন্যান্য স্টেশনের সময়সূচী ও বিরতিস্থান :

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের অন্যান্য স্টেশনের সময়সূচি আমরা দেখেছি অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকে  জানার জন্য, তবে আজকে আমরা চেষ্টা করেছি তিতুমীর এক্সপ্রেস ট্রেনের অন্যান্য স্টেশনের সময়সূচি তুলে ধরার নিচে পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হলো —

সিরিয়াল নং স্টেশনের নাম (বিরতি) রাজশাহী থেকে (৭৩৩) চিলাহাটি থেকে (৭৩৪)
০১ আব্দুলাপুর ০৭.০০ ১৯.৪০
০২ নাটোর ০৭.৪৭ ১৯.০৬
০৩ মাধাইনগর ০৮.০৬ ১৮.৫০
০৪ আহসানগঞ্জ ০৮.১৭ ১৮.৩৮
০৫ সান্তাহার ০৮.৪৫ ১৮.১০
০৬ আক্কেলপুর ০৯.১০ ১৭.৪১
০৭ জামালগঞ্জ ০৯.২৮ ১৭.৩১
০৮ জয়পুরহাট ১০.০০ ১৮.১০
০৯ হিলি ১০.১৪ ১৬.৪৭
১০ বিরামপুর ১০.৩৫ ১৬.৩৩
১১ ফুলবাড়ি ১১.১০ ১৫.৫৫
১২ পার্বতীপুর ১০.৩৫ ১৬.৩৩
১৩ সৈয়দপুর ১১.৪৭ ১৫.৩২
১৪ নীলফামারী ১২.১৩ ১৪.৫৫
১৫ ডোমার ১২.৩৩ ১৪.৩৮

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২২

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হল আপনারা যারা নতুন তাদের জন্য আজকে আমাদের এই আর্টিকেলটি তাই আপনারা যারা নতুন যাত্রী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা অনুসন্ধান করতেছেন। তাদেরকে বলবো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন আমরা এখানে সুন্দরভাবে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরেছি নিচে আসন অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো —

তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

সিরিয়াল নং আসনের নাম টিকিটের মূল্য (১৫% ভ্যাট)
০১ প্রথম সিট ১৭৫ টাকা
০২ প্রথম বার্থ ৩৬০ টাকা
০৩ স্নিগ্ধা ৩৪৫ টাকা
০৪ এসি সিট ৪১৪ টাকা
০৫ এসি বার্থ ৬২১ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *