Skip to content

তানজিলা পরিবহনের সকল টিকিট কাউন্টার, রুটম্যাপ,ও সকল আপডেট তথ্য ২০২২

  • by

তানজিলা পরিবহন আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ এই নিবন্ধন জুড়ে তানজিলা পরিবহন নিয়ে। তাই আপনারা যারা তানজিলা পরিবহন এর টিকিট কাউন্টার অনলাইনে সার্চ করতেছেন তাদেরকে বলবো আপনারা ঠিক জায়গায় রয়েছেন। আপনারা এখান থেকে আপনার কাংখিত কাউন্টারের নাম্বার সংগ্রহ করে টিকিট বুক করতে পারেন। আর তানজিলা পরিবহন বাংলাদেশের উত্তর বঙ্গের রুটে, অর্থাৎ বিভিন্ন জেলায় নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ও যাত্রীদের আরামদায়ক ও ভালো সেবা প্রদান করার জন্য প্রশিক্ষিত কর্মী নিয়োগ করেছে পরিবহনের কর্তপক্ষরা । শুধু তাই নয় গাড়িটি রুটে চলার সময় যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করার জন্য সর্বোত্তম চেষ্টা করে তানজিলা পরিবহনের কর্মীরা এজন্যই গাড়ীটিই যাত্রীদের কাছে অধিক প্রিয়।

তাই আপনি যদি তানজিলা পরিবহনে ভ্রমণ করতে চান আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার সময় একেবারেই না পান। তাহলে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে টিকিট বুক করতে পারেন। সে জন্য আপনাকে অবশ্যই টিকিট কাউন্টারের নাম্বার আপনাকে জানতে হবে তাহলে আপনি অতি সহজেই তানজিলা পরিবহনের টিকিট বুক করতে পারবেন ও আরামদায়ক ভাবে আপনার গন্তব্য স্থানে ভ্রমণ করতে পারবেন।

তানজিলা পরিবহনের টিকিট কাউন্টার:

অনেকেই তানজিলা পরিবহনে ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু অনেক সময় কেউ কেউ তানজিলা পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও টিকিট কাউন্টার খুঁজে পায় না। তাই আজকে আমরা এই পুরো নিবন্ধটি জুড়ে তানজিলা পরিবহনের সকল রুটের টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার এখানে তুলে ধরলাম পর্যায়ক্রমে আপনাদের সূবির্ধাাতে —

তানজিলা পরিবহনের ঢাকা অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

বাংলাদেশের রাজধানি হচ্ছে স্বপ্নের শহর ঢাকা শহর হচ্ছে একটি ব্যস্ত শহর আর এই ব্যস্ত শহরে নিজ নিজ সবাই সবার কাজে ব্যস্ত, আর এই ব্যস্ত শহরে অনেকেই তানজিলা পরিবহনের টিকিট কাউন্টার সহজে খুজে পায়না, মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেলটি ঢাকা অঞ্চলের সমস্ত টিকিট কাউন্টার নিচে তুলে ধরা হলো পর্যায়ক্রমে – নিম্নে তা আলোচনা করা হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ আব্দুল্লাহপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01871-528057
০২ বাগের বাজার কাউন্টার, ঢাকা মোবাইল: 01853-184395
০৩ কোনাবাড়ী কাউন্টার, ঢাকা মোবাইল: 01871-166260
০৪ মাধবদী কাউন্টার, ঢাকা মোবাইল: 01838-659270
০৫ স্কয়ার মাস্টার বাড়ি কাউন্টার, ঢাকা মোবাইল: 01858-335296
০৬ সাইনবোর্ড কাউন্টার, ঢাকা মোবাইল: 01854-075780
০৭ কাঁচপুর কাউন্টার, ঢাকা মোবাইল: 01839-136623
০৮ নাওজোর কাউন্টার, ঢাকা মোবাইল: 01849-599703
০৯ গর গড়িয়া মাস্টার বাড়ি মোবাইল: 01865-923468
১০ বোর্ড বাজার কাউন্টার, ঢাকা মোবাইল: 01869-763862
১১ নয়নপুর এমপি  বাজার কাউন্টার, ঢাকা মোবাইল: 01866-918385
১২ চৌরাস্তা কাউন্টার, ঢাকা মোবাইল: 01866-587407
১৩ মাওলা কাউন্টার, ঢাকা মোবাইল: 01864-397562

তানজিলা পরিবহনের রংপুর অঞ্চলের সকল টিকিট কাউন্টার ও মোবাইল নাম্বার সমূহ:

নিচে তা দেওয় হলো —

সিরিয়াল নং কাউন্টার (Name) মোবাইল/ফোন: (Number)
০১ বোদা কাউন্টার, রংপুর মোবাইল: 01871-593702
০২ ঠাকুরগাঁও সদর কাউন্টার, রংপুর মোবাইল: 01838-446182
০৩ পঞ্চগড় কাউন্টার, রংপুর মোবাইল: 01838-675343
০৪ ভূল্লি কাউন্টার, রংপুর মোবাইল: 01865-446182

তানজিলা পরিবহনের রুট সমূহ :

তানজিলা পরিবহন কতগুলো রুটে চলাচল করে আর তা জানতে চেয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন। সেজন্য আমরা আজকে চেষ্টা করেছি তানজিলা পরিবহন এর সমস্ত রুট সমূহ তুলে ধরার —

  • ঢাকা থেকে রংপুর
  • ঢাকা থেকে বগুড়া
  • বোদা থেকে ঢাকা
  • ঢাকা থেকে পঞ্চগড়
  • গুলিস্তান
  • হাইকোর্ট
  • খামারবাড়ি
  • চিড়িয়াখানা
  • মিরপুর -১

তানজিলা পরিবহনের নিয়মাবলীগুলো:

  • বাস ছাড়ার অন্তত 30 মিনিট আগে উপস্থিত হতে হয়।
  • গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
  • অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয়, সেখানে লাগেজ রাখার পর প্রকৃতি বুঝে নিতে হবে এবং হাই হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হবে।
  • অবৈধ মালপত্র বহন করা যায় না অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায়ী থাকবে না।
  • বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে যদি ব্যর্থ হন টিকিটের টাকা ফেরত দেওয়া হয় না।
  • যাত্রাপথে কোন সমস্যা হলে অভিযোগ অফিসে জানাতে পারেন ।

তানজিলা পরিবহনের বৈশিষ্ট সমূহ :

গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং. পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট, লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির. গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *