Skip to content

ঢাকা টু বগুড়া ট্রেনের সময়সূচী, ভাড়ারতালিকা 2024

ট্রেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী ভাড়া তালিকা জানতে চেয়ে অনলাইনে সার্চ করতেছেন, তাদেরকে বলব আপনারা ঠিক জায়গায় অবস্থান করতেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ রয়েছে আর এই কমলাপুর রেলস্টেশন থেকে বগুড়ার রুটে দুটি ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে ট্রেনের নাম ভাড়ার তালিকা ও ট্রেনের সময়সূচী দেওয়া হল —

ঢাকা থেকে বগুড়া ট্রেনের নামের তালিকা :

ঢাকা থেকে বগুড়া অথবা বগুড়া থেকে ঢাকা ট্রেনে ভ্রমণ করতে চাইলে অবশ্যই আপনাকে ঢাকা টু বগুড়া ট্রেনের নাম জানতে হবে। অনেকেই বগুড়া থেকে ট্রেনে ঢাকা ভ্রমণ করবে অথচ সে ঢাকা টু বগুড়া ট্রেনের নাম জানে না তাহলে আপনাকে ভোগান্তিতে পড়তে হবে। সেজন্য আপনাকে অবশ্যই ট্রেনের নাম আগে থেকে জেনে রাখতে হবে বগুড়া টু ঢাকা দু’টি ট্রেন চলাচর করে নিচে তা দেওয়া হল —

  • লালমনি এক্সপ্রেস (৭১৭)
  • রংপুর এক্সপ্রেস (৭৫২)

ঢাকা থেকে বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা :

আমরা দেখি অনেকেই বগুড়া টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা জানতে চেয়ে গুগলে সার্চ করে থাকেন। আর তাই আমরা এই  আর্টিকেলে চেষ্টা করেছি ঢাকা টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা দেওয়ার নিম্নে তা আলোচনা করা হল —

সিরিয়াল নং আসন বিভাগ টিকিটের মূল্য
০১ শোভন ৩৩০ টাকা
০২ শোভন চেয়ার ৩৯৫ টাকা
০৩ প্রথম আসন ৫৫২ টাকা
০৪ প্রথম বার্থ ৭৯০ টাকা
০৫ স্নিগ্ধা ৬৬০ টাকা
০৬ এসি ৭৯০ টাকা
০৭ এসি বার্থ ১১৮০ টাকা

ঢাকা থেকে বগুড়া ট্রেনের সময়সূচী :

নিচে দেওয়া হল —

সিরিয়াল নং ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন
০১ রংপুর এক্সপ্রেস(৭৫২) ১১. ১৪ ০৬. ১০ রবিবার
০২ লালমনী এক্সপ্রেস(৭১৭) ৯. ৪৫ ০৪. ২১ শুক্রবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *