ঢাকা টু ফেনী হ্যালো বন্ধুরা আজকে আমরা তুলে ধরব ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা ঢাকা টু ফেনী রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে ঢাকা টু ফেনী যাওয়ার জন্য অধিকাংশ যাত্রী ট্রেন কে বেশি বেচে নেয়। ভ্রমণের জন্য তাই আপনারা যারা অনলাইন অর্থাৎ গুগলে সার্চ করতেছেন ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানার জন্য, তাদেরকে বলব আপনারা বর্তমান ঠিক জায়গায় অবস্থান করেছেন। চলুন নিচ থেকে জেনে নেয়া যাক —
ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী:
ঢাকা টু ফেনী যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী জানা একান্ত আবশ্যজনক ঢাকা টু ফেনী যাওয়ার জন্য প্রতিদিন ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ফেনীর উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করে । ট্রেন গুলোর নাম নিচে দেওয়া হলো —
- মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪)
- মহানগর এক্সপ্রেস (৭২২)
- তূর্ণা এক্সপ্রেস (৭৪২)
ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী :
ঢাকা টু ফেনী যাওয়ার জন্য বেশিরভাগ মানুষ ট্রেন কে বেশি বেচে নেয় যাতায়াতের জন্য, ট্রেনে ভ্রমণের সময় অনেক কম্পিটিবল মনে হয়। শুধু তাই নয় যানজট ছাড়া গন্তব্য স্থানে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেয়। নিচে ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী দেওয়া হলো —
সিরিয়াল নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
০১ | মহানগর প্রভাতী এক্সপ্রেস (৭০৪) | ৭: ৪৫ | ১২: ২৩ | নাই |
০২ | মহানগর এক্সপ্রেস (৭২২) | ২১: ২০ | ০৩: ০৩ | রবিবার |
০৩ | তূর্ণা এক্সপ্রেস (৭৪২) | ২৩: ৩০ | ০৪: ৩৫ | নাই |
ঢাকা টু ফেনী ট্রেনের ভাড়ার তালিকা :
আমরা অনেকেই ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক কিন্তু অনেকেই ট্রেনের টিকিটের মূল্য অর্থাৎ ভাড়া সম্পর্কে অনেকেরেই জানা থাকে না। তবে জানা না থাকলে কাউন্টার থেকেই জেনে নীতি পারেন তবে অনেক সময় কাউন্টারে অনেক ঝামেলা হয়। সেজন্য আগে থেকে যদি টিকিটের মূল্য জানা থাকে তাহলে অনেক সুবিধা হয় তাইতো আপনারা যারা ঢাকা টু ফেনী ট্রেনের ভাড়া তালিকা জানতে আগ্রহী,ও অনলাইনে সার্চ করতেছেন। মূলত তাদেরই জন্য আজকের এই মূল্যবান আর্টিকেলটি —
ঢাকা টু ফেনী ট্রেনের ভাড়ার তালিকা :
সিরিয়াল নং | আসন বিন্যাস | টিকিটের মূল্য |
০১ | শোভন | ২২০ টাকা |
০২ | শোভন চেয়ার | ২৬৫ টাকা |
০৩ | প্রথম সিট | ৩৫০ টাকা |
০৪ | প্রথম বার্থ | ৫২৫ টাকা |
০৫ | স্নিগ্ধা | ৫০৬ টাকা |
০৬ | এসি সিট | ৬০৪ টাকা |
০৭ | এসি বার্থ | ৯০৯ টাকা |
শেষ কথা: পরিশেষে একটি কথা যে, ট্রেনে ভ্রমণ করতে সবারেই ভালো লাগে, তবে একটি কথা মনে রাখবেন ট্রেন স্টেশনে ভালো করে থামবে, তারপর ট্রেনে উঠবেন। |