স্ট্যাটাস

ডির্ভোস বা তালাক নিয়ে স্ট্যাটাস, উক্তি

ভিউয়ার্স বিবাহ বন্ধন আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় নেয়ামত আর এই বিবাহ যদি কোন কারনে ভেঙ্গে যায় তাহলে জীবনে একপ্রকার অনাবিল দুঃখ নেমে আসে। আর এই বিবাহ ভাঙ্গার জন্য বড় কারণের দরকার পড়ে না সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণেই তালাক পর্যন্ত চলে যায়। অনেক সময় একটুও ভুলের কারণে মাথা হঠাৎ গরম করে স্ত্রী কে তালাক দিয়ে বসে অনেকেই।

তালাকের পরেই অনেকেই অনুতপ্ত হয় যে কত বড় ভুল আমি করে ফেললাম, কিন্তু রাগের মাথায় সে তখন মানুষের পর্যায়ে থাকে না সে তখন পশুর পর্যায় চলে যায়। আর রাগের মাথায় প্রিয় সহধর্মনিকে যাকে সবচেয়ে বেশি ভালোবেসে ছিল তার একটি ভুলের কারণেই তাকে তালাক না দেওয়া পর্যন্ত শান্ত হয় না আর তারা তখন বুঝতে পারে না। যে আমাদের জীবনের তালাক মানে হচ্ছে ইতি টানা সাংসারিক জীবনের সেটা তাদের মাথায় তখন কাজ করে না। সে কারণে ভুল করেই অনেকেই তালাকের মতো জঘন্য কাজটি বেছে নেয়।

ডিভোর্স বা তালাক নিয়ে উক্তি

বন্ধুরা ডিভোর্স বা তালাক নিয়ে আমরা দেখেছি অনেকেই অনলাইনে অথবা google এ অনুসন্ধান করে ডিভোর্স বা তালাক নিয়ে উক্তি। আর তাই আপনারা যারা ডিভোর্স বা তালাক নিয়ে খুজতেছেন, তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম। আমরা চেষ্টা করেছি ডিভোর্স বা তালাক নিয়ে সেরা কিছু উক্তি তুলে ধরা হল নিচে তা দেওয়া হলো —

তখন পর্যন্ত তুমি বুঝবেনা যে তুমি সত্যিই ভালোবেসেছো যতক্ষণ না অন্তত একবার তুমি তোমার সঙ্গী থেকে বিচ্ছিন্ন হবে।
– সংগৃহীত

বিচ্ছেদ সবসময় হৃদয়ভঙ্গ, নৈরাশা ও নিরানন্দতায় রূপ নেয়।
– সংগৃহীত

ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে।
– মিরবো

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সেই জানে তোমাকে ভোলা কি কঠিন।
– কাজী নজরুল ইসলাম

তুমি কারও সাথে যত বেশি সময় থাকবে, বিচ্ছেদ তত বেদনাদায়ক হবে।
– সংগৃহীত

জীবনের সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হচ্ছে তাকে বিদায় বলাটা যার সাথে কেউ সারাজীবন কাটাতে চায়।
– সংগৃহীত

চ্ছেদের আগে ভালোবাসা নিজেও এর গভীরতা বুঝতে পারেনা।
– খলিল জিবরান

তোমার সম্পর্ক শেষ, তোমার জীবন নয়।
– সংগৃহীত

ধরে রাখা এবং যেতে দেয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে।
– এলিজাবেথ বার্গ

একসাথে থেকে আমরা কারো ক্ষতি করি না, বিচ্ছিন্ন হয়ে আমরা একে অন্যকে নিঃশেষ করে দেই।
– তাবিসা সুজুমা

বিচ্ছেদ হল উভয় দিকে শান দেয়া একটি তলোয়ার। আমাদের মন ভাঙার সাথে সাথে এটি আমাদের মনে এমন একটি ফাঁকা জায়গা তৈরি করে যা অন্য কেউ পূরণ করতে পারেনা।
– সংগৃহীত

সৃষ্টিকর্তা অনেক সময় আপনার সুরক্ষার জন্যই আপনার জীবন থেকে কাউকে সরিয়ে দেয়।
– রিক ওয়ারেন

ডিভোর্স বা তালাক নিয়ে স্ট্যাটাস

ডিভোর্স বা তালাক প্রতিনিয়তই চলছে আর এই ডিভোর্স বা তালাক একে অপরকে প্রতিনিয়ত তালাক দিচ্ছে। হয়তো বা স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে অথবা স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছি। আর এই ডিভোর্স নিয়ে অনেকেই শান্ত হয়ে থাকতে পারে না যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স হয়। আর এই ডিভোর্স নিয়ে অনেকেই অনলাইন অথবা google এ ডিভোর্স নিয়ে উক্তি খুজে তাদের জন্য এই আর্টিকেলটি।

  • বিবাহ বিচ্ছেদ চোখর সামনে হলে আটকিয়ে দেন এটাই উত্তম।
  • – সংগৃহীত
  • হীতসাগর ভূমি কে আলাদা করে, মনকে নয়।
    – সংগৃহীত
  • বিচ্ছেদ ভালবাসার শেষ নয়, বরং এটাই ভালবাসা তৈরী করে।
    – সংগৃহীত
  • স্ত্রীকে সারাদিন দাসীর মত কাজ করিয়ে রাত্রে নায়িকার মত পারফরম্যান্স আশা করাটাই ডিভোর্সের অন্যতম কারন।
    – সংগৃহীত
  • যৌতুককে আমরা ঘৃণা করি, কিন্তু বড় অংকের দেনমোহরকে আমরা চাপিয়ে দিতে বাধ্য করি
    – সংগৃহীত
  • বিধবা তালাকপ্রাপ্তা নারীদের গল্প না পড়ে তাদের গল্প হওয়া উচিত।
    – সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button