Skip to content

চরিত্র নিয়ে ইসলামিক মোটিভেশনাল উক্তি, ও কিছু কথা ২০২৩

  • by

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে চরিত্র নিয়ে কিছু কথা ও উক্তি। আমরা দেখেছি অনেক জনই চরিত্র নিয়ে উক্তি ও স্ট্যাটাস অনলাইনে খুঁজে থাকে, মূলত তাদেরই জন্য আজকের আমাদের এই মহামূল্যবান আর্টিকেলটি তাই বন্ধুরা, আর্টিকেলটি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন আশা করি চরিত্র নিয়ে সেরা উক্তি গুলো পেয়ে যাবেন।

চরিত্র নিয়ে কিছু কথা:

চরিত্র হচ্ছে এমন একটি বিষয় যা আমাদের সকলেরই জানা আছে যে মানুষের চরিত্রে যদি কোন কলঙ্ক লাগে তাহলে তার স্থান সমাজে হয় না, আর হলেও মানুষ তাকে সম্মান করে না। চরিত্র বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হয় যাতে চরিত্রের কোন প্রকার দাগ না লাগে যার চরিত্র ভালো আছে তার সমাজে স্থান ও মর্যাদা রয়েছে। তাই বন্ধুরা চরিত্র নিয়ে আর কোন কথা বলবো না আপনারা সকলেই জানেন চরিত্র কত বড় একটা মূল্যবান বিষয়। তাই আপনারা চেষ্টা করবেন নিজের চরিত্রকে ঠিক রাখার।

চরিত্র নিয়ে উক্তি:

চরিত্র নিয়ে বিভিন্ন মনিষী ও পন্ডিত ব্যক্তিত্বরা বিভিন্ন ধরনের বানী বা উক্তি দিয়েছেন চরিত্র সম্পর্কে ইসলামেও কঠোরভোবে বলা হয়েছে চরিত্র সর্ম্পকে নিচে উক্তিগুলো তুলে ধরা হলো —

যার চরিত্র যেমন তার জীবন সঙ্গী ও হবে তেমন।

 — সূরা আল নূর – ২৬

সর্বোত্তম কোন জিনিসটি যা মনোযোগ দেয়া হয়েছে রাসুল (সা:) বললেন উত্তম স্বভাব

— আল হাদিস

স্ব চরিত্রবান ব্যক্তি আল্লাহর এক নিষ্ঠ আবেদ হিসেবে মর্যাদা প্রাপ্ত।

 — আল হাদিস

স্চ্চরিত্র ও সদাচরণ একমাত্র সামাজিক মর্যাদা ও মানবীয় গুণের পরিচায় ক নয়, বরং এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত ও বটে।

 — আল হাদিস

নবী করীম (সা: ) বলেন নিশ্চয়ই ইকামত দিবসে মুমিনদের পাল্লায় ভারী যে বস্তুটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র।

 — আল হাদিস

যে ব্যক্তি দিনের বেলায় নফল রোজা রাখে রাতে নামাজ দোয়ায়ে

রত থেকে যে পরিমাণ সওয়াব পাবে

একজন মুমিন তার উত্তম চরিত্র দ্বারা সে পরিমাণ সাওয়াবের অধিকারী হবে।

 — আল হাদিস

প্রায় সমস্ত পুরুষরা প্রতিকূলতার মুখোমুখি হতে পারে তবে আপনি যদি কোনও মানুষের চরিত্র

পরীক্ষা করতে চান তবে তাকে ক্ষমতা দিন।

 — আব্রাহাম লিঙ্কন

মন্দ স্বভাব ও রুক্ষ ভাষা ব্যবহারকারী ব্যক্তির সকলের কাছে ঘৃণিত।

 — আল হাদিস

নবী করীম (সা: ) বলেছেন সর্বোত্তম জিনিস হচ্ছে তার উত্তম স্বভাব।

— আল হাদিস

                                                                                                                                                                                                                                             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *