Skip to content

কিলিয়ান এমবাপ্পের জীবনি ও অন্যান্য তথ্যসমূহ 2024

কিলিয়ান এমবাপ্পে হ্যাঁ বন্ধুরা আজকে আমার আলোচনা করব সম্পূর্ণ এই নতুন পোস্টে ফুটবল জগতের অন্যতম তারকা তিনি হচ্ছেন, আর কেউ নয় কিলিয়ান এমবাপ্পে অল্প বয়সে তিনি কিভাবে এত বড় ফুটবল তারকা হয়ে উঠলেন তার জীবনের সম্পূর্ণ গল্প তুলে ধরবো এই পোস্টে। তাই আপনারা যারা কিলিয়ান এমবাপে এর জীবনী সম্পর্কে জানতে চেয়ে অনলাইনে সার্চ করতেছেন, তাহলে আপনারা ঠিক জায়গায় অবস্থান করতেছেন। আপনার এখান থেকে বিশ্ব তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে জীবনী সম্পর্কে জানতে পারবেন এমবাপ্পে কোথা থেকে তার উঠে আসা এবং কিভাবে তার ক্যারিয়ার শুরু হয়। এবং তার পারিবারিক জীবন সম্পূর্ণ তুলে ধরা হলো এই পোস্টে, তাই আপনারা স্কিপ করে না করে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে ফুটবল জগতের মহাতারকা এমবাপের সম্পর্কে জানতে পারবেন নিচে পর্যায়ক্রমে ফুটবলার এমবাপ্পের জীবনী সংক্রান্ত তথ্য গুলো দেওয়া হল পর্যায়ক্রমে আপনাদের সুবিধার্থে —

কিলিয়ান এমবাপ্পের পরিচয়:

আমরা অনেকেই ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে পরিচয় অর্থাৎ জন্ম পিতা মাতা সম্পর্কে জানতে চেয়ে অনলাইনে সার্চ করে থাকি চলুন নিচ থেকে জেনে নেয়া যাক ফুটবল জগতের মহাতারকা এমবাপ্পের পরিচয় সম্পর্কে —

জন্ম:১৯৯৮ সালের ২০ ডিসেম্বর

পিতা:উইলফ্রিড ক্যামেরুন

মাতা:ফায়জা আলজেরিয়ান

উচ্চতা:৫ ফুট ১০ ইঞ্চি

ভাইয়ের নাম: আদি এমি এমবাপে

মাঠের ভূমিকা: স্ট্রাইকার

কিলিয়ান এমবাপ্পের প্রাথমিক ক্যারিয়ার শুরু:

কিলিয়ান এমবাপ্পে তিনি  ছোটকাল থেকেই খেলাধুলার প্রতি খুবই আকৃষ্ট ছিলেন শুধু তাই নয় তিনি খেলার জন্য পড়াশোনাও ঠিকমতো করেন নি, যাই হোক কিলিয়ান এমবাপ্পের প্রাথমিক ক্যারিয়ার শুরু হয় 2004 সালে ফরাসির ফুটবল ক্লাব বন্দির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এমবাপ্পে ফুটবল জগতে প্রবেশ  করেন। অর্থাৎ ফুটবল জগতের চাকা ঘুরতে শুরু হয়ে যায় এরপর থেকে তিনি আর থেমে থাকেননি, তিনি মনা কার যুবদলের হয়ে খেলেন মনা কার হয়ে তিনি প্রায় 41 টি ম্যাচ খেলেন সেখানে তিনি 16 টি গোল করেন এবং তিনি সর্বোচ্চ গোল করেন মনা কার হয়ে, এভাবেই তার প্রাথমিক ক্যারিয়ার শুরু হয় ফুটবল জগতে এই মহাতারকার।

কিলিয়ান এমবাপ্পের আন্তর্জাতিক ক্যারিয়ার:

তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে সাপোর্টাররা ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়ে অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন তারা এখান থেকে জেনে নিতে পারেন তাদের প্রিয় তারকা এমবাপ্পের আন্তর্জাতিক ক্যারিয়ার কবে শুরু হয়েছিল।

কিলিয়ান এমবাপের খেলা দেখে ফ্রান্সের তৎকালীন কোচ মুগ্ধ হয়েছিলেন 2014 সালে এমবাপ্পে অনূর্ধ্ব 17 দলের হয়ে খেলছেন, বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেন। সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করায় ফ্রান্সের জাতীয় দলের কোচ তার খেলায় অনেক খুশি হন এরপর 2017 সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হন কিলিয়ান এমবাপ্পে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হওয়ার পর তিনি ফ্রান্সের হয়ে অনেকগুলো ম্যাচ দুর্দান্ত পারফর্ম করেন এখন পর্যন্ত তিনি ফ্রান্সের জাতীয় দলের হয়ে প্রায় 50 টি ম্যাচ খেলেছেন সেখানে তিনি প্রায় 50 টি গোল করেন।

কিলিয়ান এমবাপ্পে প্রথম বিশ্বকাপ:

কিলিয়ান এমবাপ্পে একজন তরুণ খেলোয়ার তিনি অল্প বয়সে ফুটবল জগতে মহাতারকা হয়ে উঠেন, শুধু তাই নয় সর্বকনিষ্ঠ তরুণ খেলোয়াড় হিসেবে পেলের তার স্থান। 2018 সাল রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে এক দুর্দান্ত পারফর্ম করে দল বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান। শুধু তাই নয় 2018 বিশ্বকাপে ফাইনাল ম্যাচের গোলটি কিলিয়ান এমবাপ্পে করেন, কিলিয়ান এমবাপ্পে 2018 ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতেন।

কিলিয়ান এমবাপ্পে বর্তমান ক্লাব:

কিলিয়ান এমবাপ্পে বর্তমান ক্লাবে আছেন পিএসজির হয়ে, সেখানে পিএসজির হয়ে তার সাথে ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি ও আরেক মহাতারকা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার তাদের সঙ্গে পিএসজির হয়ে, কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন পিএসজি ক্লাবে।

কিলিয়ান এমবাপ্পে গোল সংখ্যা:

কিলিয়ান এমবাপে গোল সংখ্যা সম্পর্কে চলুন নিচে থেকে এক নজরে জেনে নেয়া যাক

সিরিয়াল নং দল ম্যাচ গোলের সংখ্যা
০১ মোনাকা যুব ১২ ০৪ গোল
০২ পারি সাঁ-জেরমাঁ ১০ ৯৮ গোল
০৩ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ ১১ ০৭ গোল
০৪ ফান্স (জাতীয় দল) ৫৪ ২৬ গোল
শেষকথা: পরিশেষে একটি কথা যে, কিলিয়ান এমবাপ্পে জীবনী সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আশা করি আপনারা এখান থেকে আপনার পছন্দের ফুটবল তারকার জীবনী সম্পর্কে জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *