Skip to content

কবি কাজী নজরুল ইসলামের উক্তি ও সেরা বানীগুলো সেরা আপডেট

  • by
কবি কাজী নজরুল ইসলামের উক্তি ও সেরা বানীগুলো সেরা আপডেট

হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আবারো একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুলের বিখ্যাত ও অমর উক্তি ও বাণী নিয়ে আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে অনলাইনে জাতীয় কবি কাজী নজরুলের বিখ্যাত উক্তি বা বাণী গুলো অনলাইনে সার্চ করে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তিনি একজন বিদ্রোহী কবি ছিলেন।

তিনি একজন বাঙালি কবি সংগীত শিল্পী বিপ্লবী এবং দার্শনিক যিনি গোঁড়ামি ও নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত উক্তিগুলো।

কবি কাজী নজরুল ইসলামের উক্তি বা বাণী

আমরা চেষ্টা করেছি কাজী নজরুল ইসলামের সকল অমর বাণী বা উক্তি এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করেছি, তাই আর্টিকেলটি স্কিপ না দিয়ে মনোযোগ সহকারে পড়ুন এবং কবি কাজী নজরুল ইসলামের সেরা বানি বা উক্তিগুলো নিচে তা তুলে ধরা হলো —

হিংসাই শুধু দেখেছ এ চোখে, দেখ নাই আর কিছু, সমূখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলেনা পিছু।
– কাজী নজরুল ইসলাম

সত্য যদি হয় ধ্রুব, তোর কর্মে যদি না রয় ছল, ধর্ম দুগ্ধে না রয় জল, সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।
– কাজী নজরুল ইসলাম

আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু! শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর।
– কাজী নজরুল ইসলাম

নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।
– কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।
– কাজী নজরুল ইসলাম

কোনকালে একা হয়নিকো জয়ী পূরুষের তরবারী। প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।
– কাজী নজরুল ইসলাম

মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি, তোমার পোষ মানায় কে?
– কাজী নজরুল ইসলাম

সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।
– কাজী নজরুল ইসলাম

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।
– কাজী নজরুল ইসলাম

যুগের ধর্ম এই পীরণ করিলে সেই পীরন এসে পিরা দিবে তোমাকে।
– কাজী নজরুল ইসলাম

চাঁদ হেরিছে চাঁদ মুখ, তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।
– কাজী নজরুল ইসলাম

আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি।
– কাজী নজরুল ইসলাম

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।
– কাজী নজরুল ইসলাম

পুঁথির বিধান যাক পুড়ে, তোর বিধির বিধান সত্য হোক।
– কাজী নজরুল ইসলাম

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।
– কাজী নজরুল ইসলাম

হিংসাই শুধু দেখেছ এ চোখে, দেখ নাই আর কিছু, সমূখে শুধু রহিলে তাকায়ে, চেয়ে দেখিলেনা পিছু।
– কাজী নজরুল ইসলাম

সত্য যদি হয় ধ্রুব, তোর কর্মে যদি না রয় ছল, ধর্ম দুগ্ধে না রয় জল, সত্যের জয় হবেই হবে আজ নয় কাল মিলবেই ফল।
– কাজী নজরুল ইসলাম

আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু উদার। হে প্রভু! শেখাও নীচতার চেয়ে নীচ পাপ নাহি আর।
– কাজী নজরুল ইসলাম

নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।
– কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান।
– কাজী নজরুল ইসলাম

কোনকালে একা হয়নিকো জয়ী পূরুষের তরবারী। প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।
– কাজী নজরুল ইসলাম

মুক্ত বিহঙ্গের বন্য শিশু তুমি, তোমার পোষ মানায় কে?
– কাজী নজরুল ইসলাম

সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।
– কাজী নজরুল ইসলাম

খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।
– কাজী নজরুল ইসলাম

যুগের ধর্ম এই পীরণ করিলে সেই পীরন এসে পিরা দিবে তোমাকে।
– কাজী নজরুল ইসলাম

চাঁদ হেরিছে চাঁদ মুখ, তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।
– কাজী নজরুল ইসলাম

আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি।
– কাজী নজরুল ইসলাম

মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।
– কাজী নজরুল ইসলাম

পুঁথির বিধান যাক পুড়ে, তোর বিধির বিধান সত্য হোক।
– কাজী নজরুল ইসলাম

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে।
– কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *