Skip to content

এশিয়া কাপের সময়সূচী ও পয়েন্ট টেবিল 2023

  • by
এশিয়া কাপের সময়সূচী ও পয়েন্ট টেবিল

এশিয়া কাপ প্রতিবছর আয়োজন করে থাকে এশিয়ান ক্রিকেট এসোসিয়েশন এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে আর এশিয়া কাপ ওয়ানডে ফরমেটে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ যেহেতু প্রতি বছর এশিয়া কাপের আয়োজন করা হয়ে থাকে, তবে এশিয়া কাপ মূলত নির্ধারণ করা হয়ে থাকে সামনে যদি কোন বিশ্বকাপ থাকে, তাহলে সেই বিশ্বকাপ কি ফরমেটে অনুষ্ঠিত হবে, তা মাথায় রেখে এশিয়ান ক্রিকেট এসোসিয়েশন ক্রিকেট ওই ফরমেটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু ২০২৩ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেহেতু ২০২৩ এশিয়া কাপ ওয়ানডে ফরমেটে অনুষ্ঠিত হবে।

এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি দেশগুলো ক্রিকেট খেলে থাকে অন্য মহাদেশে এত বেশি দেশ ক্রিকেট খেলে না। আর এশিয়া মহাদেশ অনেক দেশ ক্রিকেট খেলার কারণে প্রতিবছর এশিয়া কাপের আয়োজন করা হয়ে থাকে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো খেলে থাকে ক্রিকেটের মহাশক্তি পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, আরো কয়েকটি দেশ এশিয়া কাপ এ অংশগ্রহণ করে থাকে। তবে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে যা অনেকদিন পরে এশিয়া কাপের মতো বড় একটি টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তানে, তবে এতে ভারতের দ্বিমত রয়েছে তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমরা এশিয়া কাপ খেলতে পাকিস্তানের যাব না, ফির ইতিমধ্যে পাকিস্তান জানিয়ে দিয়েছে যে আমরা ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে যাব না। এখন এই ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে সংখ্যা চলছে তবে শোনা যাচ্ছে, আরব আমিরাত অথবা বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। তবে তা নিয়ে এখনো চূড়ান্ত জানা যায়নি চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেলে আমরা আমাদের ওয়েবসাইটে জানিয়ে দিব।

এশিয়া কাপের সময়সূচি

এশিয়া কাপ যেহেতু প্রতিবছর আয়োজন করা হয়ে থাকে তেমনি ২০২৩ এ আয়োজন করবে পাকিস্তান, যা ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপের আসর ২ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের এশিয়া কাপের ২০২৩ এশিয়া কাপের সময়সূচি অনেকেই এখন পর্যন্ত জানে না। আর না জানার কারণে অনেকেই ২০২৩ এর এশিয়া কাপের সময়সূচি জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকে, আর তাই আজকে আমরা চেষ্টা করেছি ২০২৩ এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচী তুলে ধরার নিচে সুন্দরভাবে দেওয়া হল —

তারিখ দলের (Name) ভেন্যু

এশিয়া কাপের সময়সূচি

২ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান টিবিডি
৩ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান টিবিডি
৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান টিবিডি
৬ সেপ্টেম্বর ভারত বনাম কোয়ালিফাইং দল টিবিডি
৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টিবিডি
৯ সেপ্টেম্বর পাকিস্তান বনাম কোয়ালিফাইং দল টিবিডি
১০ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 1 (B1 বনাম B2) টিবিডি
১১ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 2 (A1 বনাম A2) টিবিডি
১২ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 3 (A1 বনাম B1) টিবিডি
১৩ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 4 (A2 বনাম B2) টিবিডি
১৪ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 5 (A1 বনাম B2) টিবিডি
১৫ সেপ্টেম্বর সুপার ফোর, ম্যাচ 6 (B1 বনাম A2) টিবিডি
১৭ সেপ্টেম্বর টিবিসি বনাম টিবিসি, ফাইনাল টিবিডি

এশিয়া কাপের পয়েন্ট টেবিল

২০২৩ এশিয়া কাপের পয়েন্ট টেবিল জানার জন্য অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকে। তবে আমরা এই আর্টিকেলের মাধ্যমে এশিয়া কাপের পয়েন্ট টেবিল তুলে ধরার চেষ্টা করেছি, এই আর্টিকেলে এবারের এশিয়া কাপ যেহেতু ওয়ানডে ফরমেটে অনুষ্ঠিত হবে। সেহেতু একটা অন্যরকম দলগুলোর মধ্যেই লড়াই হবে। যা ক্রিকেটপ্রেমীরা আনন্দ করবে ২০২৩ এশিয়া কাপের পয়েন্ট টেবিল নিচে সুন্দরভাবে তুলে ধরা হলো —

দলের নাম হার জিৎ পয়েন্ট
বাংলাদেশ
ভারত
পাকিস্তান
শ্রীলঙ্কা
আফগানিস্তান
নেপাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *