বিসমিল্লাহির রহমানির রাহিম
এনা পরিবহন বাংলাদেশের পরিবহন খাতে এনা পরিবহন এর ভূমিকা অনেক বেশিএনা পরিবহন সর্বোচ্চ মানসম্মত সেবা প্রদান করে থাকে এবং বাংলাদেশের একটি জনপ্রিয় স্বনামধন্য পরিবহন সেবা পরিচিতি লাভ করেছে । সমগ্র বাংলাদেশ জুড়েই এর পরিচিতি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষেরা যাতায়াতের জন্য বেশিরভাগ মানুষ এই এনা পরিবহন কি বেছে নেয়
শুধু তাই নয় এ পরিবহন টি এসি ও ননএসি পরিবহন পরিষেবা আছে। আর এই পরিবহনটি বাংলাদেশের বিভিন্ন রুটে ঢাকা থেকে রংপুর লালমনিরহাট গাইবান্ধা নওগাঁ বরিশাল-খুলনা সহ বাংলাদেশের অনেক যাতায়াত করে থাকে তাই আমরা এই স্বনামধন্য পরিবহনটির টিকিট কাউন্টার ভাড়ার তালিকা যাবতীয় তথ্য আজকে আমরা এই পুরো পোস্ট জুরি আলোচনা করা হবে-
এনা পরিবহন মানুষক কেন এত বেশি পছন্দ করে:
এনা পরিবহন মানুষ পছন্দ করে অনেক কিছু বিষয়ের কারণে এই পরিবহনটি প্রধান বৈশিষ্ট্য গাড়িটি ঝকঝকে ও সব সময় স্লিপিং টাইপের এবং রয়েছে লাক্সারিয়াস সিট ব্যবস্থা, গাড়িটি রাস্তায় চলার সময় গাড়িটিতে কয়েকবার সুগন্ধিযুক্ত স্প্রে করা, হয় এবং মশা মারার দেওয়া হয় এবং যাতায়াতের সময় যাত্রী কি যেন বোরিং না লাগে সেজন্য অডিও ভিডিও দেখার জন্য ও শোনার জন্য সুন্দর একটি এলইডি টিভি ব্যবস্থা রয়েছে গাড়িটিতে সেজন্যই মানুষ যাতায়াতের জন্য এনা গাড়ি বেশি বেছে নেয়।
এনা পরিবহনের ঢাকার টিকিট কাউন্টারগুলো
ঢাকা অঞ্চলের বিভিন্ন জায়গায় এনা পরিবহনের টিকিট কাউন্টার রয়েছে এবং তা আপনাদের সুবিধার জন্য নিশি সরকারি দেওয়া হল—
কাউন্টার সমূহের নাম | – | মোবাইল নাম্বার |
মহাখালী কাউন্টার | = | 01760-737650 (নন-এসি), 01619-737650 (এসি) |
এয়ারপোর্ট কাউন্টার | = | 01760-737652, 01869-802726, 01872-604498, |
উত্তরা বিজেপি মার্কেট ঢাকা | = | 01869-802728 |
টঙ্গী কাউন্টার ঢাকা | = | 01760-737653 |
বাইবেল কাউন্টার ঢাকা | = | 01958-135176 |
সায়েদাবাদ কাউন্টার ঢাকা | = | 01869-802738, 01872-604478 |
কাঁচপুর কাউন্টার ঢাকা | = | 01872-695909 |
মিরপুর 10 কাউন্টার | = | 01878-059201 |
মিরপুর 11 কাউন্টার | = | 01869-802731 |
ফকিরাপুল কাউন্টার ঢাকা | = | 01869-802736 |
আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড ঢাকা | = | 01958-135154 |
বনশ্রী ঢাকা কাউন্টার | = | 01872-605910 |
মানিক নগর বিশ্বরোড ঢাকা কাউন্টার | = | 01869-802737, 01872-604476 |
এনা পরিবহনের ফেনীর টিকিট কাউন্টার
নিচে দেওয়া হল পর্যায়ক্রমে ছক আকারে–
টিকিট কাউন্টার | – | মোবাইল নাম্বার |
মোহাম্মদ আলী ফেনী কাউন্টার | = | 01872-604494 |
ফেনী সদর হাসপাতাল মোর কাউন্টার | = | 01872-604484 |
ছাগলনাইয়া ফেনী কাউন্টার | = | 01872-695906 |
ফেনী মহিপাল ফেনী কাউন্টার | = | 01984-999673, 01872-604485 |
নির্মাণ সুপারমার্কেট ফেনী কাউন্টার | = | 01872-604482 |
এনা পরিবহনের কক্সবাজারের সকল টিকিট কাউন্টার নিচে দেওয়া হল–
কাউন্টার নাম | – | মোবাইল নাম্বার |
টার্মিনাল কক্সবাজার | = | 0188-059206 |
লং বিচ হোটেল কক্সবাজার | = | 01878-059203 |
ঝাওতালা কক্সবাজার | = | 01878-059202, 01721-282533 |
সি আলিফ কক্সবাজার | = | 01621-499522 |
ওশান প্যারাডাইস কক্সবাজার | = | 01878-059204 |
ঈদগাঁও কক্সবাজার | = | 01878-059208 |
চকরিয়া বাস টার্মিনাল কক্সবাজার | = | 01687-774106 |
রামু কক্সবাজার | = | 01872-508990 |
লিং রোড কক্সবাজার | = | 01878-059207 |
এনা পরিবহনের রংপুর অঞ্চলের টিকিট কাউন্টার নিচে দেওয়া হল–
কাউন্টার নাম | – | মোবাইল নাম্বার |
এরশাদ মোড় রংপুর | = | 01815-257132 |
ডিমলা উপজেলা | = | 01958135197 |
এনা পরিবহন এর রুট সমূহ :
নিচে আলোচনা করা হলো–
- ঢাকা থেকে রংপুর
- ঢাকা থেকে বগুড়া
- ঢাকা থেকে লালমনিরহাট
- ঢাকা থেকে পঞ্চগড়
- ঢাকা থেকে ঠাকুরগাঁও
- ঢাকা থেকে খুলনা
- ঢাকা থেকে বরিশাল
- ঢাকা থেকে ফেনী
- ঢাকা থেকে সিলেট
- ঢাকা থেকে চট্টগ্রাম
- ঢাকা থেকে ডিমলা ইত্যাদি রুটি চলাচল করে
এনা পরিবহনের ভাড়ার তালিকা
এনা পরিবহনের ভাড়া অন্যান্য বাসের তুলনায় অনেক কম তাই তো যাত্রী এনা বাসে ভ্রমণ করে নিচে ভাড়া তালিকা দেওয়া হল—
উৎস | গন্তব্য | টিকিট মূল্য |
ঢাকা | ডিমলা | ৭০০ |
ঢাকা | রংপুর | ৫০০ |
ঢাকা | কুড়িগ্রাম | ৫৫০ |
ঢাকা | ঠাঁকুরগা | ৬৫০ |
ঢাকা | পঞ্চগড় | ৭০০ |
ঢাকা | কক্সবাজার | ৮০০ |
ঢাকা | মৌলভী বাজার | ৪০০ |
ঢাকা | সিলেট | ৫০০ |
এনা পরিবহনের নিয়মাবলী :
এনা পরিবহনের কতগুলো নিয়ম আছে নিম্নে তা দেওয়া হল
- এনা পরিবহনের দাঁড়িয়ে যাত্রী নেয়া হয় না
- নন এসি বাসে অডিও ভিডিও দেখার সুব্যবস্থা রয়েছে
- মহিলা শিশু ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোন আসনের ব্যবস্থা নাই
- ছেলে মেয়ে পাঁচ বছর বয়স বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে
গাড়ির গুণগতমান :
এনা পরিবহন অন্যান্য পরিবহনে তুলনায় যাত্রীসেবায় অনেক ভালো গুণগতমানের সার্ভিস দেয় পরিবহন টির এসইও নন এসি আছে তাছাড়া পরিবহন টি রুটি চলার সময় মশা প্রতিরোধ ও সুগন্ধি এসপিব্যবহার করা হয়।
এনা পরিবহন এর বৈশিষ্ট্য :
গাড়িটি দূরত্ব গন্তব্য স্থানে পৌঁছে দেয়, গাড়ি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষণীয় ডিজিটাল মডেলের।