এই আর্টিকেলে আজকে আমরা চেষ্টা করেছি একতা এক্সপ্রেস ট্রেনের সমস্ত আপডেট তথ্য তুলে ধরতে। একতা এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটিতে প্রতিদিন অনেক যাত্রী দিনাজপুর থেকে কমলাপুর ও পরবর্তীতে পঞ্চগড় থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়। ট্রেনটির প্রধান আকর্ষণ হচ্ছে ট্রেনটি দ্রুতগতিসম্পন্ন ও বিলাসবহুল এবং ট্রেনটি দেখতে অনেক আকষর্ণীয় ও সুন্দর। আর এই ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে চেয়ে দেখি অনেকেই অনলাইন অথবা google এ সার্চ করে থাকে। তাদেরকে বলব আপনারা বর্তমান ঠিক জায়গায় অবস্থান করতেছেন। এখান থেকে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জেনে নিতে পারবেন। নিচে পর্যায়ক্রমে একতা এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ আপডেট তথ্য দেওয়া হল —
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:
আপনি কি একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে ভাবতেছেন অথবা আপনি একেবারে নতুন আর এই সময়সূচি জানার জন্য আমাদের এই আর্টিকেলটি আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে আমরা এখানে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী তুলে ধরার চেষ্টা করেছি নিচ্ছে সুন্দরভাবে টেবিল আকারে দেওয়া হল —
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২২ |
|||||
সিরিয়াল নং | উৎস | গন্তব্য | ছাড়ার সময় | পৌছানোর সময় | বন্ধের দিন |
০১ | দিনাজপুর | ঢাকা | ০৯.১০ | ০৬.৩০ | নাই |
০২ | ঢাকা | পঞ্চগড় | ০৯.৫০ | ০৭.০০ | নাই |
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা :
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হল আপনারা যারা নতুন তাদের জন্য আজকে আমাদের এই আর্টিকেলটি তাই আপনারা যারা নতুন যাত্রী একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা অনুসন্ধান করতেছেন। তাদেরকে বলবো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন আমরা এখানে সুন্দরভাবে একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা তুলে ধরেছি নিচে আসন অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো —
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা |
||
সিরিয়াল নং | আসন বিন্যাস | টিকিটির মূল্য |
০১ | শোভন | ৩৬০ টাকা |
০২ | শোভন চেয়ার | ৪৬০ টাকা |
০৩ | স্নিগ্ধা | ৮৫৫ টাকা |
০৪ | এসি বার্থ | ১২৮০ টাকা |
দৃষ্টি আর্কষণ:
- টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠবেন না।
- নিজের মালামাল নিয়ে দায়িত্বে রাখুন।
- টিটি টিকিট চেক করার পরেও টিকিটটি সরবরাহে রাখুন যাতে স্টেশন থেকে বের হতে ঝামেলা না হয়।
- বিনা কারণে ট্রেনের স্টপচেন টানবেন না।
- অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাওয়া থেকে বিরত থাকবেন।