প্রিয় পাঠকগণ আসসালামু আলাইকুম আজকের এই আর্টিকেলটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঈদের আনন্দ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস ও উক্তি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্ম উৎসব হল ঈদ, আর এই ঈদ মুসলমানদের মাঝে বছরে দুইবার ঈদ আসে প্রথম ঈদ এক মাস সিয়াম সাধনার পরে আসে পবিত্র ঈদুল ফিতর, আর এই পবিত্র ঈদুল ফিতর নিয়ে সবার মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করে। কারণ এক মাস রোজা রাখার পর আসে পবিত্র ঈদুল ফিতর আর এই পবিত্র ঈদুল ফিতর মুসলমান উম্মার সবচেয়ে বড় খুশির দিন হয়ে থাকে।
বিশেষ করে একমাস সিয়াম সাধনার পালন করার পর যে পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ পালন করে সেই পবিত্র ঈদুল ফিতর নিয়ে অনেকেই শুভেচ্ছা স্ট্যাটাস ও ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে থাকে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এই পোস্টগুলো অনেকেই সাজিয়ে গুজিয়ে অর্থাৎ সুন্দরভাবে দিতে পারে না মূলত তাদের জন্য আজকের এই আর্টিকেল টি তাই আপনারা আর্টিকেল টি স্ক্রিপ্ট করে না পড়ে মনোযোগ সহকারে পড়ুন। এবং আপনার পছন্দের স্ট্যাটাস এই আর্টিকেল থেকে সংগ্রহ করুন নিচে দেওয়া হল–
যে দিন দেখবো ঈদ এর চাঁদ
খুশি মনে কাটাবো রাত
নতুন সাজে সাজব সেদিন
সেদিন হলো ঈদের দিন
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
ঈদ মোবারক
ঈদ মানে খুশীগরুর গলায় রশী
শীতের শর্দি কাসি’ আবার হুজুরের মুখে হাসি’
তবুও ঈদ ভালোবাসি’ তাই সবাইকে ঈদমোবারক জানিয়ে
এবার আমি আসি
যে দিন দেখবো ঈদ এর চাঁদ ,
খুশি মনে কাটাবো রাত,
নতুন সাজে সাজব সেদিন,
সেদিন হলো ঈদের দিন,
আনোন্দে কাটাবো সারা দিন!
ঈদ মোবারক
চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক
স্বপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক
দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
ঈদ বোবারক
বন্ধু তুমি অনেক দূরে, তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে
যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক
ঈদের চাঁদ দেখা নিয়ে দোয়া
পবিত্র ঈদুল ফিতর যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতরের নিয়ে সবারই মাঝে একটা অন্যরকম অনুভূতি কাজ করে এই ঈদকে ঘিরে। আর এই ঈদের নতুন চাঁদ দেখা নিয়ে দোয়া পড়তে হয়, আর এই দোয়া সবাই পড়ে থাকে কিন্তু অনেকেই ঈদের নতুন চাঁদ দেখা নিয়ে দোয়া জানে না মূলত তাদের জন্য নিচে তুলে ধরা হলো দোয়াটি —
আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস্সালামাতি ওয়াল ইসলামি ওয়াত্তাওফিকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ।